গোলাম রববানী’র কবিতা
যখন মানবযমে ধরে
জীবন এখন ভীষণরকম ওলটপালট লাগে,
ল্যাংটা ছিলাম ছিলাম ভালো এমনটাই সব ভাবে।
কথার কথা বলছি সবাই, আমরা সবাই মিলে,
শিক্ষা নিয়ে খেলছি ভীষণ আজব এই সংসারে।
সকাল ছুঁয়ে দুপুর এলে, দুপুর ফেলে সন্ধে
বুদ্ধিমান এই জাতির বিবেক দ্বিচারিতায় ভোগে
রাখতে যদি নাইবা পারি কথার মাল্য কেন?
জাত গেল ভাই জাত গেল তাজা জীবন আরও।
যার গেল সেই ভালো বোঝে অন্য কেহ নহে
আমার ভালো বুঝি আমি- কামার গড়ে মনে।
আমলা হলো কামলার তলে সুধী সমাজ কলে
আমজনতার মরণ হলে ঈশ্বর আল্লাহ বাঁচে।
পাখিগুলোর ডানা ভাঙা বেজায় কষ্ট মনে,
কিসের নেশায় উড়ছে তবে ভাঙন নদীর বুকে।
গেলাম ছুটে শান্তিগঞ্জে শান্তির পাখা হাওয়ায়,
ধনবাজারে ধনের অভাব দূরের পাহাড় ভাবায়!
ভাবনা কিসে ভাবনা কোমায় দ্বিমুখিতা কাঁপে
অন্তর কাঁপে হৃদয় ফেঁপে ঘৃণার বেলুন উড়ে
উন্নয়নের উদ্বোধনে বেলুনগুলো ফোটে,
কেন তবে বোবা সমাজ মানব যমে ধরে!
বোধ আশ্রয়হীন ঘরে
আমজনতার সাথে আজ আর হয় না মোটেও
বাক্যবিনিময় মনখুলে- কীভাবে খুলবো প্রাণ?
তালাদেয়া বদ্ধ ঘরে, জং ধরে গেছে বেশ আগে
তখন জমিয়ে আড্ডা হতো কত- চোখে চোখ রেখে
মানুষের কারাগারে বন্দিজন জেলখানা কার?
তোমার আমার এই কথা শুনে মায়া নিরুত্তর!
নিরুদ্দেশ যাত্রা শেষে ফিরে আসি একান্ত প্রহরে
নেই যেন অধিকার লতাপাতা পোকামাকড়ের
কাকে ছেড়ে কারে বলি- ভালো ভালো, ভালো নেই যেন
আমার আমাকে নষ্টদের দলে দিয়েছি বিলিয়ে
ভালোদের দল ছিলো কী কখনও জানা নেই তা-ও
নষ্টের ভালো কালোতে যাও মিশে ভালোও নষ্টের।
মুখের লাগাম আঁটো ও বজ্জাত পাঁজী দুষ্টছেলে
নইলে লকাপে যাবে, ভয় ছাড়- বিশ্বাসী সন্তান
কেউ দাবায়ে রাখতে পারবে না- স্মার্ট এই যুগে
ভাইরাল করে দাও- হয়ে যাও- মানব কল্যাণে।
ফিরে এসে জুড়ে যাবে যত সব আমজনতার
বাহবার পারবারে তুলে দেখো তোমাকে নাচাবে।
বোধ- ১৮
এখানে পলিথিনের পোড়া গন্ধে সুগন্ধি বেড়েছে
যেন দুশ্চিন্তা বরণে- মনে হয় ছিঁড়েছে পাঁজর
পঞ্চইন্দ্রিয়ের ঘ্রাণে; মাতোয়ারা বসন্ত নীরবে
কাকের মতো কোকিল, ভাগাড়েই শকুনের চোখ
কার প্রতি কার ঝোঁক! নেই শুধু মানুষে কমতি
জানি কিছু কিছু বাচ্চা ডাস্টবিনে ময়লা আনন্দে
হয়তো বলছি বাচ্ছা এই, বাচ্চা মানুষের কথা
মানুষের সুসন্তান হয় জানি; বাচ্চা নয় মানি-
সে-তো হয় জন্তুদের- জানোয়ার বাচ্চা থেকে বাচ্চা
শিক্ষা খায় শুধু শিক্ষা, বমি করে দুর্নীতি কুশিক্ষা
সাইলেন্সারের মতো দেখো আজ বোধের পাইপ
থেকে শুধু নামে মাত্র; নিয়ন্ত্রণ কী অনিয়ন্ত্রণে?
বোধের শরীর জুড়ে- রকমারি হে পলিউশন
কন্ট্রোলের নামে রোল জারি করে মস্ত কট্রোলার!
মেহেরপুরের সেই আমবন বা কলাভবন
পরিপূর্ণ বোবা আজ- কথামালা বেশ উদয়াস্তে
পশুর বাচ্চারা নয় মানুষের সন্তানেরা কেন
বোঝে না, আরও ভালো হতো ভালো হলে বোধহয়।
একটি সত্যের জন্য স্বর্গভূমি নরকের কূলে
চোখবুঁজে চেয়ে আছে দেখে রূপনারানের কূলে।
================