You are currently viewing শুভ জন্মদিনের শুভেচ্ছাঃ কবি রবীন ঘোষ

শুভ জন্মদিনের শুভেচ্ছাঃ কবি রবীন ঘোষ

 

আজ কবি রবীন ঘোষের জন্মদিন।

আশির দশকের চট্টগ্রামের এক প্রতিবাদী উচ্চকিত কন্ঠস্বর। সামরিক শাসনবিরোধী সংগ্রামের প্রেক্ষাপটে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছেন কবি রবীন ঘোষ। আজো কবিতা ভালোবেসে কবিতার মধ্যেই বসবাস করেন কবি রবীন ঘোষ।

কাব্যের আলোয় আলোকিত কবিকে মন-মানচিত্র পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অফুরান শুভকামনা।

Leave a Reply