You are currently viewing দশ কবির বাছাই কবিতা

দশ কবির বাছাই কবিতা

মন-মানচিত্র সেপ্টেম্বর সংখ্যার অন্যতম আয়োজন থাকছে দশজন কবির পাঁচটি করে বাছাই কবিতা।কোনো দশকে বিভক্ত না করে জীবিত কবিদের বয়সনির্বিশেষে নির্বাচন করা হবে।  এখন প্রস্তুতি চলছে। তালিকা চুড়ান্ত করে শিগগিরই আমাদের পাঠকদের নাম জানিয়ে দেয়া হবে।

মন-মানচিত্রে নজর রাখুন।

Leave a Reply