
হারগুঁজি: কবিতার ছোটকাগজ
নামটা দেখেই কৌতুহলী হয়ে মেইল খুলে দেখি কবিতার ছোটকাগজ। সম্পাদক রিদওয়ান নোমানী’র পাঠানো কাগজটির ভুমিকা পড়ে ভালো লাগলো। আগ্রহ নিয়ে নতুনদের কবিতা পড়ে মুগ্ধ হলাম। তাঁরা ঘোষণা দিয়ে বলছেন নব্বুই উত্তর মানস হলো বিপ্লবী। তবে বিপ্লবীর, পুরাতনদ্রোহীদের কোন বয়সকাল থাকে না। বিপ্লবীর চেতনা-বিপ্লবের আলোকপথ সর্বসময়ে, সর্বকালে সমুজ্জ্বল। ভাষার আঙ্গিকে শুধু নয়, কন্টেন্ট আর গভীরতায় দ্রোহের প্রকাশ হতে হবে বিপ্লবী ভাবনার শাণিতরূপ। তারুণ্যের দীপ্রতার সাথে প্রাজ্ঞতার সেতুবন্ধন রচনা করুক “হারগুঁজি” এবং চটকদারিত্ব নয়, প্রথামুখো সকল কূপমুন্ডকতাকে কষাঘাত করার ধার অর্জন করুক।
হারগুঁজি
কবিতার ছোটকাগজ
সম্পাদক
রিদওয়ান নোমানী
প্রছদ
আল নোমান
যোগাযোগ
মুহুরীপট্টি, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইল
০১৬৪৪৩৩২৮৩৯
মুদ্রণে:
গোল্ডেল রেশিও কর্পোরেশন
৩৭/১-ক, ব্লক-এ, রোড-১, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬

ক্লিক করুন এবং পড়ুন হারগুঁজির পিডিএফ সংস্করন। সঙ্গে থাকুন।
ভালো উদ্যোগ, শুভ কামনা রইল। ❤️
Pingback: tadalafil/sildenafil combo
Pingback: online essay help
Pingback: essay on service to humanity