You are currently viewing মিহিদানা গুচ্ছ/ রফিক জিবরান 

মিহিদানা গুচ্ছ/ রফিক জিবরান 

মিহিদানা গুচ্ছ/ রফিক জিবরান

১.

আকাশস্তনে

ফুটেছে হলুদাভ

বিনাশী ফুল।

২.

মন বলে—  না,

চোখ খোঁজে ইশারা

কল্পনাবনে।

৩.

মহাশূন্যের

চোখে, দেখেছি ঝড়—

শান্ত প্রেমের।

৪.

ঠোঁট বলে হ্যাঁ

মন বলে দূরে যা,

বাতাসে দাহ।

৫.

বীথিকা কাঁদে—

আয় মেঘেরা আয়,

সূর্য বলে না।

৬.

বৃষ্টির সুরে

আসে দুরভিসন্ধি—

মাধুরী ঝরে।

৭.

কুয়াশা ভোর,

হাওয়ার পরশে—

সূর্যে বিলীন।

৮.

ফুল— ফোটে না

তারারাও জ্বলে না

অচষা মনে।

৯.

প্রতিটি দিন

নিবিড় উচ্ছ্বাসের

নতুন চাঁদ।

১০.

আগুন স্পর্শে—

সবুজ পায় দ্যুতি,

তুমি যেমন।

 

 

This Post Has 4 Comments

    1. test

      Hi

      1. test

        sdsdsd

  1. খুরশিদুল

    সুন্দর লেখা! কবিতা। ছন্দ। এক কবিতা খামারবাড়ি!

Leave a Reply