You are currently viewing একগুচ্ছ হাইকু/ মো. মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু/ মো. মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু

মো. মুহাইমীন আরিফ


শুরুর শেষ
শেষের শুরু দোলে
ঋতুর কোলে


তালের পাখা
হাতে বাতাসকল
শীতালু দেহ


রাতের বন
নৈঃশব্দ্যে ঝিঁঝি
গানওয়ালা


আলোর রেখা
বৃত্ত বিকীর্ণ
সরলরেখা


ঝাঁঝাল রোদ
চাষির দেহজমি
লবণ রোয়া


আষাঢ় মাস
মেঘপাত্র ফুটো
বিছানা ভেজা


বাঁশের সাঁকো
জলে হাঁটার পথ
মাঝির দুখ

‌৮
জোছনাজ্বলা
আকাশে পতপত
চাঁদ পতাকা


জলের পাখি
উড়ুক্কু মাছের
ধীবর খোঁজ

১০
দোয়াতে মেঘ
জল-কালিতে রচা
শ্রাবণ মাস

১১
আকাশছোঁয়া
ঘুড়ির সুতো কাটে
বাতাসথলি

১২
চাঁদের পাশে
হাতল জুড়ে দিলে
হাতের পাখা

১৩
হরিয়াল ঐ
গাছের মগডালে
পোহায় রোদ

১৪
পিঁপড়ে দল
সমবায় নিয়ম
রসদ বাড়ে

১৫
ভোজের ভোর
সানকি ধানিখেত
পান্তাভাত

১৬
গ্রীষ্মরাত
ঝিঁঝির টানা গান
বধির কান

১৭
আকাশ ভেজা
ময়ূর রঙধনু
নাচায় বন

১৮

ঝিঁঝির তান

ধুন্ধুমার রাত

তা ধিন বাজা

১৯
আঙুলে নাচ
ফুঁ তোলে সারগাম
বনজ বাঁঁশি

২০
নলখাগড়া

আকাশে ঘাস ওড়ে

ঘাস পাখি ঐ

 

 

Leave a Reply