You are currently viewing ৩টি কবিতা/ শেখ নুর হোসেন

৩টি কবিতা/ শেখ নুর হোসেন

৩টি কবিতা//শেখ নুর হোসেন

শেকড়

শেকড়ের উপর ভর দিয়েই বেড়ে ওঠে গাছ
বড় হতে হতে—
ছায়া বিলায় সকলের তরে।

এ কথার প্রেক্ষিতে বিজয় দা বললেন—
বুঝলেন দাদা—
বিবেক হলো মানুষের শেকড়
আর এই শেকড়-ই বিলুপ্ত হতে চলেছে।

[]

এভাবেই চলে

বিধবা রোদ নিমন্ত্রণ করে নিয়ে আসি;
বসতে দেই,আমিও বসি
পকেট থেকে বের করি নুন,
নুন মেখে রোদ খাই— চেটেপুটে,চুষে-চুষে।

রোদ যায়; আসে যামিনী—

চাঁদ কে ডাকি— আয় লো… আয়!
চাঁদ আসে—বসে—জ্যোৎস্না বিলায়!

অতঃপর—
জ্যোৎস্না পান করি গ্লাস গ্লাস!
নেশায় হতে থাকি বুঁদ;
ধিরে ধিরে নিভতে থাকে পেটের আগুন।

এভাবেই চলে,চলে যায়…

[]

হাঙ্গর

হাঙ্গর আমাকে গিলে খাচ্ছে
আর আমি— দোয়া ইউনুস পাঠ করছি
লা ইলাহা ইল্লান্তা…

দোয়া পাঠ শুনে জ্যোতিষ মহাশয় চেঁচিয়ে উঠলেন—

দোয়া পাঠে কাজ নেই বাছা,
এই হাঙ্গর পুঁজিবাদী হাঙ্গর!

হাঙ্গর আমাকে গিলে খাচ্ছে…

অথচ—
সন্ধ্যা হলেই আমার ছুটে যাবার কথা বাঁশির টানে।

[] [] [] [] [] [] [] [] [] []

Leave a Reply