দু:খগুলো জড়ো হচ্ছে বৃক্ষের শাখায়
তবু কারা যেন ক্ল্যরিওনেট বাজাতে বাজাতে যায়
রাত ভেসে যাচ্ছে চাঁদের বন্যায়
ঠোঁটে দু:খ নিয়ে ক্ষীণতোয়া নদীও ঘুমায়
জানালায় বসে আছে দু:খ , যেন নীল প্রজাপতি
হাওয়া যেন শৈল্যবিদ অগতির গতি
ভেতরে প্রায়শ যেন পাথর ভাঙার ধ্বনি
বিষণ্ণ নির্জনে অহরহ হাহাকার শুনি
দু:খ যেন স্বপ্নদগ্ধ ভোরের বাউল পাখি
কিংবা তুমুল আঁধারে ক্ষীণ এক আলোর জোনাকি ।