You are currently viewing গুচ্ছ কবিতা ।।  সিদ্দিক বকর 

গুচ্ছ কবিতা ।।  সিদ্দিক বকর 

গুচ্ছ কবিতা ।।  সিদ্দিক বকর 
…..
 
* ও আষাঢ় ও পাতা
 
.
আষাঢ়ে বৃষ্টি ধারা মেঘ জাল আকাশ
পৃথিবী বির্যের  জলের গুণ্ঠন ফেলে
সাগর তাপে অগ্নিমূর্তি ওঠে বাতাস
শূন্য ভরা জল বৃষ্টিফল পাতা দোলে।
 
আষাঢ়ে আষাঢ়ে বয়স বাড়ে নিশ্চুপ
তবু মেধ্য যৌবন বেঁচে থাকে পাতায়
পাতায়- এ কোন রঙ ধরো অপরূপ
পৃথিবী ? অপলক দেখি হায় তোমায়।
 
ও পাতা,তুমি নও কি কাক খেরো খাতা
এই জীবনের? ও এ কালের করোনা
আষাঢ়, যতো আছে রে বৃক্ষ আর পাতা
ফুলে ফলে থাকুক ঝড়ে যেন ঝরোনা।
 
পাতাটি ফুসফুস জল বৃষ্টিতে ফোটা
ঝরনাধারা ঝরে প্রাণরসের ফোঁটা।
###
 
 
* ও নদী ও পাখি
 
ও নদী, ও পাখি
 
ঘামে ভেজা রুমাল রাতের বিহ্বল জ্যোৎস্না
জলগৃহে মৃত আগুনাত্মা
নাড়িছেঁড়া এতিম ঘুম
তালশাঁস-অঝোর-বিলাপ
 
শ্মশানে পোড়ে পাখি
পোড়ে জল, পোড়ে বৃক্ষ
আত্মার ভিতর মরা অঙ্কুর
নদীর মাঝে আলো ঝলমল আবাস
বুকের রক্ত ঢেলেও ডাহুক তার
ডিম ফোটাতে পারেনা
 
জলের গর্ভমূলে বিদ্যুৎভ্রূণ গর্ভপাতের অনুষ্ঠান
ফারাক্কা এবং টিপাইমুখ আলো ঝলমল পাড়া
গর্ভপাত কেবলি অনুষ্ঠান কেবলি ধূলিস্নান
 
পৃথিবীর তিনভাগ জল শুকিয়ে গেলে
একভাগ স্থল বুকে নিয়ে ফুঁ
একশভাগ পূর্ণতায় জ্বলে
###
 
 
* ইস্ক্রুপ প্যাঁচ জীবন
.
 
পলোর খেওয়ের ভিতর
আটকে পড়া জীবনমাছ
প্রেম ও ভালোবাসাঘর
মুতসুদ্দি কারাগার
 
অনেকগুলো গৃহবন্দী খড় বিড়া দিবস
নতজানু রাত- গভীর তলদেশ- অন্ধকার
জীবন ফুঁড়ে গাঁথা স্মৃতির প্যারেক
 
ইস্ক্রুপ প্যাঁচ জীবন
প্যাঁচে প্যাঁচে দম
অন্ধকার কসমেটিকমাখা পতিতার মুখ
প্রাগৈতিহাস শিকল যন্ত্রণার উত্তরাধিকার
 
ভেতরে পরাক্রম শুক্রাণুর বিফল ম্যারাথন
 
ইস্ক্রুর নালায়
চুঁইয়ে চুঁইয়ে পড়ে অন্ধকার
জীবন ফুঁড়ে গাঁথা স্মৃতির প্যারেক
 
মস্তক মাদারবোর্ডে কাঠঠোকরা
অবিরাম প্রতিধ্বনি ঠোকরায়
####
 
 
* ধ্যানের ধিনধিন 
 
.
ধী ধী তুমি
তুমি অতিরিক্ত তোড়জোড় তুম্বক
জলঢেউ এক ধ্যানের ধিনধিন
 
ধীর এক ডিম অধিক
থেকে চেয়ে পূর্ণ
ধীগুণ ধেয়ে ঝড়
তীর তীব্র- ততোধিক বীর
কবি ততোধিক ক্রতু
সন্তান অষ্টক বীর্য কর্মকৌশল
 
ক্রতু- নেতি নেতি
বন্ধু তুমি প্রজাপতি- সংবেদ চির আরত
ধী ক্রতু ধীর- অনন্ত, আনন্দ, স্থির
শেষের অতিরিক্ত সর্বশেষ- আজাড়
 
লাল পদ্ম- তুমি কবি অস্থির শীর্ষ সৃ
###
 
 
* কচুপাতার গরিমায় গ্র্যানেড হামলা
 
.
যুদ্ধচিল নির্মল আকাশ ঢেকে ওড়ে
বৃক্ষ ও শাঁখে মৃত্যুঝড়- বৃন্তচ্যুত সবুজ পাতা
জলপাই বুটে পিষে যায় মাঠ ও মাটির সম্ভ্রম
গণহত্যা চলে – হোমো স্যাপিয়েন্স – বৃষ্টির ঢল।
.
আব্রুহীন নদী- জলাচলে হানা দেয় প্লাটুন
ভিটা মাটি লক- মোতায়েন সামরিক আর্থোপোডা
বিশ্বজুড়ে সার্কাস শো- কূটনৈতিক তৎপরতা
.
আকাশ নেই আলো নেই
ঘরে ফেরার বোধ নেই
ট্যাংক ক্ষেপনাস্ত্র বিমান রণতরী
তুলারাশির স্পর্শ
ধেয়ে আসে পঙ্গপাল কাঁসার বাটি
পতঙ্গ ঢপ- মাকড়সা-সদৃশ আরাকনিড
.
যুদ্ধ এমন- স্বৈরাচার কনডম গুহাবসতি
ক্ষেপণাস্ত্র- ভূপাতিত ব্রীড়াময়ী সম্ভ্রম
ক্যাম্প ভর্তি কন্যকা সামরিক বলাৎকার
.
ট্রিগার ও আঙ্গুল- মৃত্যুর মিলন পরাকাষ্ঠা
কচুপাতার গরিমায় গ্র্যানেড হামলা
সিরিজবোমা আঁকে নোম্যানসল্যান্ড
.
ওসব যুদ্ধচিল ভূপাতিত অবধি শেষে
পড়ি আলোকোজ্জ্বল ভূগোল
সহিষ্ণু লোহা লিখি
ভালোবাসা লতাগুল্মে কথাবৃক্ষ পুঁতি
পাখিভাষায় প্রশস্ত করি মানবাকাশ
.
মার্চ’২০২২
 
 
* শাট ডাউন 
 
.
সমুদ্রতো জল- জীবনের আধিপত্য
জল এমন এক আঁচল
অধিকারকে পূর্ণ করে মা হয়ে যায়
আঁচলপুরে উড়ে একঝাক কবুতর ঢেউ
 
ভাটা যদি বিরহ এমন এক
লোটায় নিখুঁত জল আঁচল
 
সমুদ্র রক্তে বিলীন যে আমি
সে আমি অন্ধ নিজেরে খুঁড়ি
 
সমুদ্র জল চাতাল- বাড়ে শষ্য
ডট দানা রোদপুষ্প- ফুটে প্রাণ
 
সমাজ সংস্কৃতি ঐতিহ্য
জৈবসার বাতাস সূর্যালো
 
স্তন্যার স্তবে প্রাণের স্রোত
আদি থেকে আদম- প্রথম
হঠাৎবোধ শাটডাউন সিদ্দিকডটকম
 
 
 
 
 

Leave a Reply