You are currently viewing কবি বিষ্ণু বিশ্বাস সংখ্যা

কবি বিষ্ণু বিশ্বাস সংখ্যা

    কবি বিষ্ণু বিশ্বাস সংখ্যা

আমাদের মাঝে এক কবি এসেছিল- যার কেবল আবির্ভাব সত্য, হারিয়ে যাওয়া নয়- তার নাম বিষ্ণু বিশ্বাস; বিষ্ণু লিখেছেন কম- কিন্তু লিখেছিলেন আনন্দ আর বেদনার নক্ষত্র মিশিয়ে- কবিতার চেয়েও অধিকতর দ্যুতিময় বিষ্ণুর উপস্থিতি; বাঙলা ভাষায় জীবনানন্দ দাশের পর এমন কবিতাচূর্ণ, কবিতাকীর্ণ মায়াঘোর বড় একটা দেখি না। মন- মানচিত্র বিষ্ণু বিশ্বাস সংখ্যা প্রকাশ করছে- এখানে আপনার অতলখোঁড়া লেখাটি দিন।

নিয়মাবলীঃ

১। অভ্র/ইউনিকোডে টাইপ করে ইমেইল বডিতে পেষ্ট করে পাঠাতে হবে।

২। ইমেইলঃ monmanchitra@gmail.com

 

 

Leave a Reply