You are currently viewing দুইটি কবিতা/ হোসাইন কবির

দুইটি কবিতা/ হোসাইন কবির

যুগল এস্রাজ

সবার অবয়ব অবিকল থাকে না মনে
ভাঙা কাচে ভাঙা রাতে
খণ্ডবিখণ্ড রঙিন ঠোঁটের টুকরো স্মৃতি ঝড়ো হাওয়া–
টালমাটাল মাতাল হুইসেল
খেলা করে আজও আহত নিউরণ কণায়
চারিদিকে অলৌকিক অবিশ্বাসের
চূর্ণ-বিচূর্ণ বোধের গার্হস্থ্য প্রণয়
গড়ে তোলে ভঙ্গুর দেয়াল
তবুও স্থিত হওয়া চলে যাওয়া টানাপোড়েন– অন্তিম হিসেব
আমরা ছিলাম বুঝি– যুগল এস্রাজ এই গৃহে কোন কালে!

 

অভিসার ভবিতব্যহীন

নগ্ন হাতের মধ্যমা অনামিকায় ধাতব সৌকর্য
ভেসে ওঠে অবয়ব অবিকল
জলকলে জলের প্রপাতে স্তনবৃন্তে মগ্ন গোয়েন্দা নজর—
অভ্যস্ত শরীর পাঠে সমিল সংলাপে বয়ানে
চলছে অবিরাম গোপন তালাশ
আর জলে ও শঙ্খনিনাদে অবিরত শাদা রোদ খেলা করে–
পলাতক অভিসারে ভবিতব্যহীন

তবুও পড়ন্ত বিকেলে ক্লান্ত মননে বাজে চেনাশোনা কণ্ঠের নিক্কণ
কামের আভাস
.                      পুরনো ভঙ্গিমা

Leave a Reply