You are currently viewing একগুচ্ছ হাইকু/ মো. মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু/ মো. মুহাইমীন আরিফ

সূর্য কই

গাছের অপেক্ষা

আঁকবে ছায়া

 

গাছের ব্যাধি

তুলসী তান্ত্রিক

পথ্য নিম

 

চাষির দেহ

ঘামা রোদের কষ

খেতের জল

 

আগর গাছ

দহনে সুরভিত

গুঁড়োর কাঠি

 

সময়-ষাঁড়

লাল সূর্যে ক্রোধী

কে ম্যাটাডোর

 

তেজাল রোদ

দাপুটে মেঘ গুম

ঘামছে ব্যাঙ

 

স্পর্শ-জাদু

লজ্জাবতী ঘুমে

গুটিয়ে পাতা

 

হুইলে সুতো

বড়শি টোপে মাছ

জলের ঘুড়ি

 

জানালা খোলা

চাঁদের বাড়ি যেতে

জোছনা ডাকে

 

১০

নৌ বাইচ

মাঝির দাঁড়ে গতি

দাঁতেরা হাসে

 

১১

পান-সুপারি

বনজ আসক্তি

মুখযন্ত্রে

 

১২

অগ্নিগিরি

লাভার ফুলদানি

আগুন ফুল

 

১৩

বরফ চাঁই

শিরা-উপশিরায়

শীতের দাঁত

 

১৪

পিঁপড়েদল

শিকারে হইচই

আসছে শীত

 

১৫

গাছের মাপ

কাটুরিয়ার চোখে

আঙুল পাঁচ

 

১৬

শুকনো ডাল

পাখির অপেক্ষা

কোকিল ডাক

 

১৭

মাছশরীর

জালের সুতোপ্যাঁচ

জেলের হাসি

 

১৮

জোছনারাত

চাঁদ টুকরোকুচি

জলে আঙুল

 

১৯

গেওয়া গাছ

মোড়কে দেশলাই

আগুন-কাঠি

 

২০

মাকড় জাল

রেখা-বৃত্ত-কোণ

জ্যামিতিপাঠ

 

Leave a Reply