কুমকুম দত্তের কবিতা
বৃষ্টিযাপন শেষে
শ্রাবণের বর্ষাযাপন শেষে
মাতাল মেঘের উড়ুক্কু
প্রিয় বিরহিনী মুখ
অঝোর সবুজ ঘাসের সুখ।
কাতর দৃষ্টি পানে
কলমের কালি কবিতার খাতা
পুড়ে যায় রোদে প্রখর
বৃষ্টি বেদনার অলৌকিক ছাতা।
বৃষ্টি বেদনার কাব্য
অকাল বর্ষণে ভিজে যাই
দুয়ারখানি মনে সন্ধ্যার;
মনোমুগ্ধকর অতিথি বৃষ্টির।
নেচে উঠি একা একা মনে গগনে
উজাড় হৃদয়ের সমস্ত ক্যানভাস জুড়ে;
ছবি আঁকি মনে মনে ব্যাকুল বর্ষার।
==================