You are currently viewing দুইটি কবিতা || উৎপল দাস

দুইটি কবিতা || উৎপল দাস

দুইটি কবিতা || উৎপল দাস

 

প্রেম

ভালোবাসার কাছে এগিয়ে যাই
নরম নরম গানের সঙ্গে দুশ্চিন্তা ভর করে
শরীরে শরীরে ছুঁয়ে যায় মানসিক খিদে
যা কিছু চাওয়া পাওয়া— জোছনা হাতড়ে
বের করি আকাশের অন্ধকার;
আমাদের জীবনের মতোই
আলোর বিপরীতে প্রদীপ জ্বলে না,
জ্বলে না অহং! পোড়াতে পোড়াতে
উষ্ণতার পরিবর্তন হয় না কামুক চাহনিতে
শরীর ভোগ করার নামে উষ্ণতা চূড়ায় পৌঁছায়
জ্বর কেবলই জ্বর— ভ্রম বকি আরও খানিক
তৃপ্তি খুঁজতে খুঁজতে একবিন্দু দূরত্ব জোটে না
শান্ত অথচ শ্মশান নয় বুকের বাম দিকের স্তব্ধতা
স্বপনে কিংবা সজ্ঞানে সঠিক মানুষ পেয়ে যাই, তবু
‘প্রেম’-এর মতো দুর্ঘটনা এড়িয়ে যেতে পারি না!

……………

দৈনন্দিন

বিশ্রী আবদারের মতো
অশ্লীল ইঙ্গিত বুঝিয়ে দিচ্ছে
খরচ না করা এক একটি স্বপ্ন
রোজদিন ভিখারীর পাশে মাথা পাতছে।
এক টুকরো বুদ্ধির নকশা প্রয়োজন-বোধে
দুষ্প্রাপ্য শেয়ালের থেকেও চুতর—
আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের জায়েন্ট স্ক্রিন
প্রতিটি মুহূর্ত পেয়াঁজের খোসার সাথে
কেটে কেটে নুন মাখাচ্ছে, ভেতরের নির্মলতা
ছুঁড়লে কাকও গর্বিত নাগরিক

=================

 

Leave a Reply