You are currently viewing সুবাইতা প্রিয়তির কবিতা

সুবাইতা প্রিয়তির কবিতা

সুবাইতা প্রিয়তি

 

প্রলেতারিয়েত উপাংশ- ১

কর্কট সংলগ্ন কানাগলে, তুমি হেঁটে যাও
তাবৎ নিজস্ব উষ্ণতা বহে;
একান্ত সংস্পর্শ কিছু চেরা লিচির টুকরো-
    দানার মিহি আবহে।
অনবগত মুহুর্মুহু যেন;গত সব সমালোচনা –
 প্রায়ই প্রকাশিতব্য মুহূর্তে,
      ভীতচকিত কিছু ঠান্ডা ঘাম জমছে কপালে
 -আমার।ভাগ্য ঈষৎ আছে বিবসনা।


প্রলেতারিয়েত উপাংশ- ২

জানালায় ভীড় ভাঙো,অর্বাচীনেরা-
   মেঘের শৌর্য কেবল দরকারি কবিদের!
হটাও বৃষ্টিকেন্দ্রিক সমাগম! যাও!
 ভিনসেন্ট কবিকে দেখতে দাও-
       মৌসুমের প্রথম বৃষ্টি ।

=======================

Leave a Reply