You are currently viewing সামসুল আলম খন্দকারের কবিতা

সামসুল আলম খন্দকারের কবিতা

সামসুল আলম খন্দকার 

 

হত্যাদৃশ্যগুলো

(কবি রহমান হেনরীর উদ্দেশে)

হত্যাদৃশ্যগুলো…

এগজামিনে আসবে না, তাই 

এড়িয়ে যাচ্ছি- একটা

আরেকটা

 

পাত্রপাত্রী, সব চেনা 

আমারই রচনা- বাজি থেকে বস্ত্রহরণ 

এ-ও মস্ত কারণ, জবাব গুলিয়ে ফেলতে পারে

 

খুন 

আদিম নোনাস্বাদ!

চাটি আলজিভে- পারে সে দু’ভাগ হয়!

অতৃপ্ত! কবন্ধ, না ছুপায় মুণ্ডুমালা! চামুণ্ডার

দাঁতে এসে ঠেকেছে শরম

জিভ কাটে- মুখের ভিতরক্ষতে সে-ই 

সেরা শল্যবিদ! 

 

ও অন্ধচোখ

 আমাকে পবিত্র করো মন্তরে মন্তরে

অন্তরে জমা হয় ক্লেদ- জমে নিবিড় 

অন্ধকার। অধরে ফুটলে পারিজাত

_তাকেও নিবৃত করো নিশ্চুপ! আঙ্গুলে

অথচ কী কামাতুর আমার নাসিকা!

রুদ্ধ করো লোবানের করুণ ধোঁয়ায়

মন্তরে মন্তরে নত করো লুব্ধ দৃষ্টি

আকাশ দেখার সব বাসনা আমার 

 

নতমুখ আমি, যখন ধূলোয় মুক্তি

খুঁজি; সেখানেও মন্তরের শেল, ফোটে

চূর্ণবিচূর্ণ করে আমার ভূতল। কী

বৈরি চরাচর! গোলাপ ভুলিয়ে মন্ত্র আমায়

কাঁটায় মুগ্ধ করে_ এ-যে অন্ধ!

অন্ধ চোখের বন্ধ-খোলায় প্রভেদ কী?

 

চটি

‘পাদুকা’ ব’লে যাকে উপহাস করছো

আমার চটি!

ছেঁড়া ছাড়া কিছু শেখে নাই

অনেক পুরনো, তোমার বাজে কথার মতো!

 

এবার, ফসল ভালো হলে, ফেলে দেবো

মুখ সামলে রেখো!

===================

Leave a Reply