You are currently viewing একগুচ্ছ কবিতা/ অর্ণব আহমেদ

একগুচ্ছ কবিতা/ অর্ণব আহমেদ

একগুচ্ছ কবিতা

অর্ণব আহমেদ

 

রাতের অভিধান জুড়ে অন্তর্গত নিনাদ

শুয়ে আছি গভীর রাতের তলায় শরীর নিংড়ে
জীবন থাকে দাঁড়িয়ে বাইরে,দরোজায়
ব্যথা, সে এক পক্ষপাতদুষ্ট দানব
ভেঙে ফেলে মর্তের সমস্ত ঘুম,জেগে উঠি আমি
এই গভীর রাতের তলায়,
বোধের আচকান খামচে বাজে মানুষের অন্তর্গত নিনাদ।

রোজ রাতের গভীর তলায় আমাকে ভর করে পিঁপড়ে হেঁটে যাই ,

শুয়ে থাকি কদর্য আমার ভেতর
বুক থেকে উঠে দাঁড়ায় কুকুর, দুপায়ে হেঁটে যায়
যেদিকে বনের মর্মরে বয়েস জড়োসরো
যেদিকে অনন্ত হিমে তুমিও একাকী

বাজার ভর্তি বাজারের মূর্ছনায়,
মাছের আড়তে বটিতে ভাগ হওয়া পেটির মত দ্বিখণ্ডিত সত্ত্বায়
শুয়ে থাকি সবজিতে ধরা পচনের অনিবার্যতায়।
শুয়ে থাকি জলে, অতলান্ত

ভীমরুলের চাকে ছোড়া শিশুর ঢিলের ভঙ্গিমায়
জীবন ছুঁড়েছে আমাকে আঁকাবাঁকা, সর্পীল বহুমাত্রিকতায়
আমি শুয়ে থাকি, জেগে ওঠে ঘুম, আমাকে ছিঁড়ে মানুষের অভিধান
রাতের করতল পূর্ণ করে হেসে ওঠে অন্তনিনাদ।

চোখ

অরণ্যে অই উড়ছে যে পাখি,সেই ডানার শব্দে ফেটে যায় ডালিম।বনে

উড়ুক্কু মাছের চোখে ঘনায় রক্তাভ শিহরণ।
একজোড়া নগ্ন চোখ পা চলে গেছে ফেলে,করোটির ভেতর স্মৃতির উইপোকা,

শব্দকে ভাংতি করে বোধের আচকান টান মারে দৃশ্যেরা, আদি নিভৃত বেদনা।

চোখ এক নরম নদী, যেখানে সাঁতার কাটতে আসে বিভৎস দৃশ্যেরা।

মুখ

তীব্রতার বনাঞ্চলে সারাদিন পাতাদের ঝরা।তুমুল ক্ষয় জুড়ে প্রপঞ্চ, অন্তরমোহ কার?

ভাবি,অয়োময় ভেঙে কেটে যাবে খরা ,উদ্যানে হাসা বকুলের মুখ তোমার।
কাছেই দাঁড়িয়ে ঝাপসা হয়ে গেছি। দেখি আগুন তোমার মুখ, নাচছে আঁকাবাঁকা

দাউদাউ আমার পোড়ার প্রতিকৃতি।

বুক

এই তঞ্চক পথ হারিয়ে ফেলেছে সীমানা। আবেগসর্বস্ব গাছগুলো উঁচু, জঙ্গল হয়ে

দাঁড়িয়ে, ঘর বাড়ি নেই কোনও।
ডানার আওয়াজে সারাদিন রোরুদ্যমান ওড়ার আর্তনাদ, ফুটে আছে ডুমকি রঙের ফুল।

এখানে মনে পড়লে তুমি কোথাকার কোন শিলাস্তৃত ভূমি, ফুল ফোটেনা আর।
আমি ভালো আছি। শুধু পথ খুঁজতে গেলে মনে পড়ে –
তোমার পুরোনো বাড়ির উঠোনে বুক ভেঙে পড়ে আছে আমার হৃদয়।

ক্ষুধার্ত জলের রেখায়

আকাশ ভেঙে পড়লেও মানুষের মাটি থাকে
ঘুমিয়ে পড়তে চাইবার তেষ্টা থাকে

অস্ত যাওয়া মানুষের আকশ কেমন হয়?

খুলে দেখি মাংস মেদ হাড়
তফাৎ নেই কোনও-
মানুষের অন্দরে সারাদিন
বরষার নদী ফেঁপে ওঠে

ক্ষুধার্ত জলের রেখাগুলো-
প্রবেশ থামিয়ে একবার ফিরে তাকায়
মুহূর্তের-
ভাঙা ভাঙা রেকর্ডে
আকাশ ভেঙে পড়লেও মাটি থাকে
মানুষের থাকেনা কিছু

 

 

Leave a Reply