মুক্তসমাজ ও মুক্তমানুষের জন্য একটি ভূখন্ড পাবার স্বপ্নের মৃত্যু কখনোই হতে পারে না। কূপমুন্ডক সমাজে বজ্জাতেরাই জাতের বড়াই করে এবং বাংলাদেশে এই বজ্জাতেরাই মদীনা সনদের আড়ালে পাক সার জমিন করে তুলেছে ত্রিশলক্ষ শহীদের রক্তভেজা মাটিকে। ব্যক্তিত্বহীন, আত্মবিক্রীত, পদলেহী আর উচ্ছ্বিষ্টভোগী জ্ঞানপাপীরা এখনো সকল যুক্তিহীনতার, সকল নৃশংস হত্যাকান্ডের, সকল পৈশাচিক গণধর্ষণের সাফাইকারী ক্ষমতার গুণগ্রাহী। কলম যেখানে ন্যায়ের জন্য লড়ার কথা সেখানে স্তুতি আর চাটুকারিতাই হয়ে উঠেছে মহান পেশা।
তোমার হন্তারকেরা দিব্বি ভোল পালটে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছে এবং বজ্জাতির পতাকা উড়িয়ে দিয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে। তাদের দৌরাত্মে মুক্তচিন্তার মানুষদের অহর্নিশ চাপাতির ভয়াল আতঙ্ক তাড়িয়ে বেড়ায়। কিন্তু বজ্জাত, মৌলবাদ, নচ্ছার সুবিধাবাদ, দলবাজ, ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম আর কন্ঠ কোনোটিই স্তব্ধ হয়নি। মুক্তসমাজ ও মুক্তমানুষের চিরকালীন স্বপ্ন আজো সজীব এবং লড়াই আজো বহমান। আর তা অব্যাহত থাকবেই।
তুমি ঘুমাও রাঢ়িখালে। তোমার কলম জেগে আছে।