You are currently viewing তিনটি কবিতা/ সুদীপ ঘোষাল

তিনটি কবিতা/ সুদীপ ঘোষাল

নুন ভাত 

বৌ টা বিরিয়ানির দোকানে ঢুকে চাঁদ দেখে

বাঁধা জীবনের বাইরে নদীস্নানের প্রথম মহরা
উল্লসিত আকাশের তলে নিরূপায় সমর্পণ
তার প্রতিটি ছন্দে নিদারুণ বিশ্বাস ভাঙার ভয়
 তবু ফলভারে ঝুঁকে যাওয়া আমগাছের সৌন্দর্য্য
নিতম্ব তার পাহাড়ের উচ্চতাকে হার মানায়
সে এখন কারও বৌ নয়
সে এক নারী শুধু নারী
পরিবেশক হাতা নাড়ে বিরিয়ানীর হাঁড়িতে
বাড়িতে বৌ টি নুনভাত খায় সঙ্গে একটু ডাল
তৃপ্তি, তাকে আরও বিশ্বাসী করে তোলে
বিরিয়ানীর স্বাদ উদাস ছবি আঁকে
সফল  নুন ভাতের পাতে…

নিষিদ্ধ কথা

গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার বয়স
তার টিউটর দিদিকে ভালোবেসেছিলো
সুতির চাদর, মজার শীত আড়াল…

গন্ধমাদন পাহাড়ের গল্পে
চোখে পাহাড়, যদিও অদেখা

কল্পনায় সমুদ্র, অবচেতন ভাবুকতা
হঠাৎ ছন্দপতন, বিষাদ নৃত্য…

নিষিদ্ধ তবু সত্য, বালকের প্রথম অনুভব
যৌনতা র কলম ধায়,  রূপের জ্যোৎস্নায়
সে কোন দৃঢ় দৃষ্টি আকর্ষণে
গাড়ি  গ্যালোপিং, সম্পর্কের বাধা পেরিয়ে

কোন কোণে, ত্রিকোণ আঁকে চকের আদরে

বয়স বাড়ে, মদ,মোহ,মাৎসর্য ডাকে
একঘেয়ে  পালতোলা  জীবন
পানসি নৌকা ছিলো, স্রোত ছিলো
ছিলো ভীষণ ঢেউ
সাঁতার অজানা , তবু উন্মাদনার জলে হাবুডুবু।

ভালো থেকো,মরণজয়ী অমৃত প্রেম
গুঁড়ো দুধ, চুরি করে খাওয়ার বয়স।
ফিরে আসুক ঘন ঘন পুরনো বয়সের খেলা।

অন্তর্জলি

সাইকাসের তলায় আগুন দুটি ঠোঁট
তিলে তিলে বর্ষ শেষে নিভৃত আলো
গোপন রেখেছে তার বেহালার তান..
সুন্দর ঋতু জুড়ে অঙ্ক হিসাব দিন মাস ক্ষণ
মিলে যায় রসায়ন রস কড়া পাক
রসের রসিক জানে পথ নির্বাচন
মাটির প্রতিটি বিন্দু ঘেরা বিবর্তন
একাকী হিমেল হাওয়া নিজস্ব বাগান
নিরপেক্ষতার স্বাদ আনে মৃত্যুর শাসন…

Leave a Reply