সৃশর্মিষ্ঠা || দুইটি কবিতা
সাদা কালোর সুপারিশে
আলোর ঋতু ফুরোলে
আবক্ষ ডোবা রাতের সন্ন্যাসে
জেগে থাকে সংসারী মস্তিষ্ক আর জিভের রতি
আন্দাজের অধীনে রক্ত চলাচল স্থির ধৈর্যে,
আড়ালে কে?!
নিপুণ বেলাশেষে
জলের বিছানা ছুঁয়েছে বিগত রোদ্দুর।
বাতাবির বনে
সমর্থ বাদুড়ের বিয়ে সাঙ্গ হলো
প্রদীপের ম্লান সুপারিশে
তোমার বাঁ গালের একটি ব্রণ
উজ্জ্বল
আমাদের প্রেম বিষয়ক খুশবুর
বিপরীতার্থক হবে না তো?!
যদিও জানি
ভালোবাসা হলো আত্মবিভোর আবহমান সফর…
ভুলের ইশারায়
কোকিলের ডাকে
সবুজ দুপুর গড়িয়ে গোলাপি রঙের বিকেল
দু-চারটে পলাশের দিকে তাকিয়ে
সুখী
নরম আকাশের দিকে চেয়ে
পৃথিবীর দুখের ফুল ঝরে যায়
মিষ্টি বাতাসের দুষ্টুমিতে
ফাটলের মেরামতি …নদীর পায়ে পায়ে
ভুল ঈশ্বরের
ইশারায় নৌকা ভালোবাসে নীলরং
এমন বসন্ত বিকেলে
যে মেয়েটি পৃষ্ঠানিবিড়
সে নিশ্চয়ই অবিবাহিতা…
================