You are currently viewing আলী সিদ্দিকী’র কবিতা

আলী সিদ্দিকী’র কবিতা

আলী সিদ্দিকী

ও দূরত্ব, ও সুদূরতা

১.
প্রতিনিয়ত
প্রাণপণে গহবর খুঁড়ে খুঁড়ে
খুঁজে চলি অতল পৃথিবীর রহস্য গহীন
পাশেই আছো তুমি হৃৎস্পন্দনে
যুগের পর যুগ
তবুও আজো রয়ে গেছো একান্তই অচিন।

২.
কমলার খোসা ছড়ানো রোদ
নেমে যায় ছায়ার পিছু পিছু
ধূসরিত পতঙ্গের ভঙ্গি
পড়ে থাকে
বিহবল ছায়া
বিলীন পথের বাঁকে।

৩.
চন্দ্রগ্রহনে
গলে গলে পড়ে সূর্য
তোমার কোল জুড়ে আছে
দুঃখের ঐশ্বর্য।

৪.
হননের বেলা
হনহনিয়ে আসে
তোমার পাশে
আমার ভেতর
আউলা ঝাউলা
বোশেখি সর্বনেশে।

৫.
মুচলেকা
কাবিন কাবিন
কবুল কবুল
উড়াউড়ি
ফানুসী ঘুড়ি
ভুল মশগুল।

৬.
পূজনীয় অন্ধকার রপ্ত করে
তুমি চমৎকার হয়ে উঠেছো
নিখুঁত এক আততায়ী
সরতে সরতে মহাজাগতিক
শূন্যতা গলাধঃকরণ করে
তাই হলাম পরিযায়ী।

৭.
দূরত্ব-
ক্রমে হয়ে উঠছো তুমি দীপ্তিময়
কাঁটাগুলো হয়ে যাচ্ছে তীক্ষ্মতর
রক্তাক্ত দেহ আগলায় শুভ্র নার্স;
ও সুদূরতা-
ভেতরে জ্বলছে বিনাশী দাবানল
তুমি তো অমোঘ লীলাময়ী জানি
আলোতে তোমার অনন্য উদ্ভাস।

আগস্ট ৭, ২০২৩

 

অবশিষ্টাংশ

অবশিষ্টাংশ নিয়ে বসে আছি।

মেঘ বৃষ্টি ঝড় কিংবা রোদ্দুরের ঘোলাচোখ
কিছুরই এখন যেনো কোনো ফুরসত নেই
সবকিছুই ভেসে বেড়াচ্ছে আপন উচ্ছ্বাসে;
পাতাদের সংসারে নতুন সুরে নৃত্যের দোলা
জলের তরঙ্গেও বাজে কেমন অচেনা মৃদঙ্গ
পাখিরাও গোঁ ধরে গেছে ভিন্ন কোনো দেশে।

পূর্ণাঙ্গতায় তোমার ছিলো না কোনো তৃষ্ণা
অবশিষ্টাংশে নেই পৃথিবীর
যাপনের ক্রুর নিঃস্বতার ছায়াতলে বহমান
আমি এক সুপ্ত জলধির।

অবশিষ্টাংশ নিয়ে বসে আছি অর্ধেক তোমার
পৃথিবী যাপনের এ আয়োজন শূন্য সারাৎসার।

আগস্ট ২১, ২০২৩

যে গোলাপ ফোটাও তুমি

তুমি যে গোলাপ ফোটাও বসন্তরাগে
কাঁটা হয়ে নীলাদ্র আমার হৃদয়- কতো কতো
বাসন্তিকায় সকলে গেছে এড়িয়ে আমার স্পর্শ
ছুঁয়েছে তোমার পেলবতা মনের মৌতাতে

তোমার পুষ্পময়তা দিয়েছে আমাকে কন্টকজীবন
দিনরাত শুধু থেকেছি বিনিদ্র প্রহরায় তোমার
বিষময় নষ্ট বাতাসের প্রতিকূলে থেকেছি জাগ্রত
করেছি বিপন্ন নিজের অস্তিত্ব স্বনির্বাসনে

হৃদয়চর্চার সুশীল ব্যাকরণের ভাষায় জেনেছি
তোমার সুবাস নিবৃত্ত করে যুদ্ধংদেহী সেনা হৃদয়
রক্তনেশা বিবশ হয় তোমার অনিন্দ্য সম্মোহনে
পাষণ্ড ধর্ষকামীর স্নায়ুতে ওড়ায় শ্বেতকপোত

তুমি ফোটাও যে অনিন্দ্য গোলাপ আপন জৌলুশে
আমি তার নিছক এক নিষ্ঠাবান পাহারাদার
মোহিত হয় সৌরভে জগতের তাবৎ প্রেম তৃষিতের দল
অঙ্গাঙ্গী এই আমার শুধু কাঁটা হয়েই বেঁচে থাকা।

আগস্ট ২৪ ও ২৫, ২০২৩
*****************************