You are currently viewing হাইকু সপ্তক > মুহাইমীন আরিফ

হাইকু সপ্তক > মুহাইমীন আরিফ

হাইকু সপ্তক
মুহাইমীন আরিফ
 
 
প্রাচী-প্রতীচি
বায়ুতে যায় ঋতু
বায়ুতে ফিরে
 
দু’কূলে দ্বিধা
নদীর পেটে চড়া
কচুরিপানা
 
শরীরছায়া
হেঁটে তুলছে চাঁদা
চাঁদ-জোছনা
 
আলো আঁধার
দুই-ই দেখে একা
কেবল চোখ
 
রাতে শীকারে
মাকড়-জাল ভোরে
শিশির-মালা
 
মাটির দেহ
ভালোবাসায় ডুব
স্বাগত কেহ
 
বাঁশের ফোঁড় 
ঠোঁট-বাতাসে সুর
কানে শাহানা
 
পায়ের নিচে
টাইপরাইটার
শুকনো পাতা
 
===============