You are currently viewing চিলমারী ও সিন্দুরমতি মেলার কবিতা|| অন্তর চন্দ্র

চিলমারী ও সিন্দুরমতি মেলার কবিতা|| অন্তর চন্দ্র

চিলমারী ও সিন্দুরমতি মেলার কবিতা|| অন্তর চন্দ্র

ব্রহ্মপুত্র স্নান, অষ্টমী মেলা, চিলমারি

লোকারণ্য চিলমারি ভোরে ব্রহ্মপুত্র স্নানে যাবে; দীর্ঘকায় শরীরে ঢুকে পড়বে অজস্র কোলাহল— ফাঁপা পেটে দিনলিপি, ধূলি আর মোহ শিল্পের নির্বাণ চাওয়া; সমস্ত তিথিরা অতিথির আসনে, জলে ও মননে এইসব সংহিতার পাঠ নেয়—

এখন পদযাত্রা, অষ্টমীযাত্রা, হৃদযাত্রা
লোলজিহ্বা রূপসী ভৈরবী ছন্দে আস্ফালন তুলেছে

চিক্কন সুর মিশিয়ে আকাশের বেহালা
আদিভূমিতে অস্তরাগ শেখাচ্ছে
অষ্টমী তিথি

পায়ে ব্যথাহতো— ঘরে ফিরে যাচ্ছে, কোটি হৃদয়ের সফলতা
পুনর্বার পাঠ করতে হয়
এইসব সংহিতা
ব্রহ্মপুত্র

১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিন্দুরমতি, লৌকিক দেবী ও নবমীর আরতি

অলৌকিক কিংবা লৌকিক অথবা অতিপ্রাকৃত হৃদয়ের ভজনাও মোহমানবের দল বিস্তার করে— খুলে বসেছে সিন্দুরমতি মেলা; বিরান পাথার, উদাস দুপুর, চৈতি জ্যোতিষ্কের থেকে ছিনিয়ে নিয়েছে মানবী দেবীর যুগল চরণ—

মোহভঙ্গের ডুব সাঁতার
এখানে, এই আদিযুগ বেষ্টিত হৃদয়ের সম্মিলনে

লক্ষপ্রাণের উত্তাল পর্বে
মিথ ও মননের
যোগসূত্রে
সঙ্গত আরতি;
নবমীর নিশীথে
কি গান গেয়ে যায়
পুনর্বার?

আমরা এসেছি দুপুরকে কাঁধে করে
বেদনাপীঠ, সাধনাপীঠের রূপান্তর কারিশমা
**************************

Leave a Reply