You are currently viewing গুচ্ছ কবিতা || তীর্থঙ্কর সুমিত

গুচ্ছ কবিতা || তীর্থঙ্কর সুমিত

গুচ্ছ কবিতা || তীর্থঙ্কর সুমিত

কথা কিছু

ব্যাপারটা কিছু অস্বাভাবিক লাগলে
পরিবর্তন করবো নিজেকে
স্বাভাবিক ভাবে যে কতগুলো হাত
দেখা যাচ্ছে,
তার একটা ছবি আঁকা আমার কাছে
সিগারেটের ধোঁয়ায় ব্যর্থ শহর
কিছু হাল এখনও টানা হচ্ছে
মাঝিদের নৌকা আর
ভাটার তৎপরতা

এক আকাশ খুশি নিয়ে
মা রান্নাঘরে উনুন জ্বালিয়েছে।

(২)

নিয়ম মাফিক

হেঁটে চলেছি ___
পথের দিকে
যে পথ ছুঁয়ে আছে মাটি
দিগন্ত ছুঁয়ে আছে বিন্দু
আমি তারই দিকে হেঁটে চলি
ট্রেন যায় ট্রেন আসে
নিয়মমাফিক কত ইচ্ছা
বদলে যায় ক্ষণিকে ক্ষণিকে
আর সামনে একটা বেলাভূমি
ঠিক যতটা দূরে ___

নিজের একটা ছায়া পড়ে

(৩)

কিছু কথা ২

এক দৃষ্টে আমি তাকিয়ে …
উড্ডীনতায় গান গায় পাখি
উড়ে উড়ে আরো দূরে
স্মরলিপির গান ঠোঁটে
মেঘ ভাসা শহরে পাখির কথা
ব্যর্থতায় জমা হয় ইতিহাস
আলাদীনর অন্তহীনতা গায়ে মেখে
হেঁটে চলি পাখির সাহসিকতাকে ছোঁবো বলে ___

তাইতো এ পথে এখনও ধুলো ওড়ে।

(৪)

কিছু কথা ৩

নৌকো বাঁধা আছে ঘাটে
অবনীর দরজায় তালা ঝুলছে
রাস্তাটা মোটেও সোজা নয়
পথ দেখার অভীপ্সা সকলের
যত এগোই তত গভীর ক্ষত
মনে হয় সব নয়ের নামতায় বিয়োগ বসেছে
সেজে উঠেছি আমি,তুমি,প্রত্যেকে
কেউ শিকি কেউ আধুলি কেউ …
গান গেয়ে যায় বাউলে

অবনী চির নিদ্রায়
তালাটা আজও ঝুলছে দরজায়।

***************************