You are currently viewing সুবাইতা প্রিয়তির কবিতাগুচ্ছ

সুবাইতা প্রিয়তির কবিতাগুচ্ছ

সুবাইতা প্রিয়তির কবিতাগুচ্ছ

ক্ষুদ্রাতি-৪

সবুজ পাতার শার্টে তোমার, গাছ লেগে থাকতো,তুমি কি এখন আবার গাছ হয়ে জন্মেছ?

অনধিকারেও এতোটা লাগতো না,
যতটা লাগলো অধিকার না পেয়ে সজল চোখে প্রস্থান করলো বলে।

কিন্তু আমার সাথে তখনোও কথা জুড়ে-শালছুয়ে,আঙুলে আঙুল গলে-রাখতে চেও আলাপের খেইসুতো।একটা বাক্যে লুকিয়ে রেখো শিশুটির মতো,তোমার শৈশবের গোপন কথার আঁটি।মালার ফিতেয় থরে থরে বিবিধ বিন্দু বসিয়ে, আগ্রহে তাথৈ দুপুরে-এমন উচ্ছ্বাসে আমাকে,আলাপসঙ্গী করতে চেও।

মস্তিষ্ক গাঁথলেন একটা একটা অতি জাগতিক পুঁতি দিয়ে,ঈশ্বর,এক খন্ড অপাপবিদ্ধ হৃদয় গেঁথে মধ্যিতে,তবেই তালা দিলেন।
এরপর থেকেই তো মানুষ কেবল খুঁজে ফিরছে মননের জননমূল,আসলে তা কবেই আত্মসাৎ হয়েছে, হয়ে গেছে,ইতিমধ্যে।

আমি কি না ভালবাসতে চাই,
কী যেন টান গুরু সাঁই ,পিঞ্জরে আটকায়ে
মনের সাধন কোন আপন করে বলো-
কোথায় তাহার দিশা পাই।

কাব্যিক ক্যু,
আবহাওয়া অফিসের প্ররোচনায় গালে বৃষ্টি মাখার গন্ধ নিয়ে বেরিয়েছিলাম-শেষে পুড়েই গেল,সর্বনেশে লু হাওয়া।
সূর্যমুখীর সংকেত ছাড়া আর কিছুতে খুব ভরসা পাচ্ছিনে।

যত পুরাণ তোমার কবজি,বাজুতে-
ক্রেডিটহীন আমার খুউব ব্যক্তিগত পরমায়ুটির মতো;অতপ্রোত লেগে আছে।
লুব্রিকেন্টের বৃষ্টি; তোমার বহুমূলীয় কান্নাটা আবার আসছে?
ঘুমিয়ে পড়ো বা তার্কিক কিছু করো তবে।
তোমার দরজার ডুপ্লিকেট আমি রেখেছি; যদি মুখবন্ধ দাও সেই দূরাশায়।
আমি ভুলতে বসেছি,সেই-ই ব্যক্তিগত গন্ধ …

দুর্গতি

শুক ও পিক অবশেষে
দীর্ঘশ্বাস ফেলে বলেছিল ,
“অন্তিমশায়নেও কাকটি ডিম খেতে চেয়েছিল,আহা রে!”

অহঙ্কার = তুমি
আমি = তুমি
অতএব, আমি = অহঙ্কার
[প্রমাণিত ]
এভাবেই বুকে একটুও দম্ভ না রেখেও আমি আর অহঙ্কার ইক্যুয়্যাল হয়ে যাচ্ছি।

 

ক্ষুদ্রাতি -৫

আমি খুঁজে পাইনি একটা খালি কবরও যেখানে স্বপ্নগুলো দাফন করবো,
আমি এমনকী গুনিনি একটা রাতের তারাও,
বায়সসহ জীবন বা জীবনের বয়স; আমাকে ক্ষুব্ধ করেনি।
ফোঁটায় ফোঁটায় ভুল আমাকে শুধু করেছে চর্যাপদ:গড়িয়ে যাওয়া পথ।

ধরা পড়ে যাওয়ার মতো বিব্রত
– মুখে পথেরাই আমার সামনে দাড়ায়,
আমার কী করার থাকে বলো না হেঁটে,
মলিন মুখের ধুলোদের দলে,
বৃহৎ দ্বীপের স্বপ্ন মাড়ায়ে,
পথেরাই পায়ের তলে চলতে থাকে ।

তোমার এই নয়া বিবর্তনে আমার
– বিব্রত লাগে,
গালে লজ্জার তেজ এসে লাগে
-তাই ঢাকতে রুজ মাখাই।
তোমার এই রবিবাসরীয় রূপের সামনে –
নিজেকে বহিরাগতদের একজন মনে হয়।

অন্যান্য দুঃখ:
মনটা শুকিয়ে গেছে –
তার জন্য ডেটিং-য়ে যাওয়া চাই।
বিবর্ণ মুখটায় তাই রাজ্যের বর্ণ ঘষতে বসা,
বিশুষ্ক ঠোঁটটায় ইউনিকর্ন ব্লাড গ্লসের প্রলেপ –
দিন শেষে পথে ঘুরেটুরে-
জীবাণুদের মতো দুহাত ভরে-
অন্যান্য দুঃখ বয়ে চলে আসে ঘরে
পথেরা  –
মুখত্বকের মতোই-
       দাগে ভরা।

কোথাও কোনও সম্ভাবনা আছে – আজ এ মন ঝরানো রাতে
তাঁর আমাকে পড়তে পারে মনে-আসতে পারে ঘরে ।
কতগুলো হৃদয়ভাঙা জোৎস্না এলে পরে ,
কতগুলো গ্রহণ লাগা স্বপ্ন ভেঙে পরে-
তাঁর যোগ-সাধনায় বিরাগ এসে ঠাঁই পাবো নির্জন মন্দিরে।

মুগ্ধ

রোদ রোদ ফ্লেভারে কড়া চা চুমুকেই আমি হেসে ফেলি
আমি পক্ষপাতী ভালো মানুষ, এই বিকালটা সুন্দর, পোড়া ভাগ্যে শিহরিত আমি এই বুকে উষ্ণ ভাবটা সুন্দর

প্রায়ই অভিনয়কে পরাস্ত বাস্তব বলে মনে হয়,
মিথ্যেরা সত্যেতে ধরা দেয় হেসে খেলে।জানে এ একটি ছেলেভুলানো গীত;
প্রণয় সময়ে ভেসে যায়,ভেসে ভেসে..বেসে বেসে।
সময় ভাঙছে নিয়তিতে
স্বপ্ন অলিতে গলিতে ।
লুকোচুরি খেলছে মাতালের মদ,দল হয়ে হয়ে ।
সূর্যটা না চাইতেও যেমন পূর্বতে উঠছে-তাঁর পদত্যাগ চেয়ে।

তুমি বলছো,
কেউ শ্রোতা নয়
ধুলো পড়ে পোঁড়া প্রাচীন কক্ষে
সময়ের সাথে আটকে আছো তুমি
যে ঘর
সূর্যের পুরোনো আলোয় পূর্ণ
যে ঘর
মাকড়সাদের বিচরণে জারিত;চালিত;পালিত।
দরজা বন্ধ শত শত বছর ধরে,
যে ঘরে লেখা আছে তোমার
রক্তক্ষরণের ইতিহাস ।

===============

Leave a Reply