You are currently viewing টিপু সুলতান || দুইটি কবিতা

টিপু সুলতান || দুইটি কবিতা

টিপু সুলতান || দুইটি কবিতা

 

গত জীবনের অব্যাখ্যা

গত জীবনের অব্যাখ্যায় ফেঁপে ওঠে,পরিত্যক্ত এক
রাত্রিযাপন।গ্রহণ করি,ঝোঁকের সঙে তোমার তুচ্ছ
করে কথা বলা।এত নতুন অঙ্কুর ফুটে আছে,
সম্ভাব্য দুর্লভ অর্কিডের লালিত যত্ন থেকেও—মুগ্ধ

পোড়োবাড়িতে একা থাকার মতো;পতিত সাপ ইঁদুর
ন্যাড়া গাছের পিঠে বৃদ্ধ পাখিদের সজাগ রাখা—

এমন হয়ত,দুঃস্বপ্নের ঘোড়া আমার আচমকা ঘুমের
ভেতরে হরপ্পার গায়ে খুরের শব্দ তোলে,সেই—
হাঁটুগেড়া মৃৎশিল্পীর শরীর—কোনো ঝড়ধস্ত পৃথিবীতে
এই অব্যবহৃত পড়ে থাকা বালিয়াড়ি কচ্ছপ জাগলে
রসাধিক্য সমুদ্র স্বাক্ষর দেয়,দীর্ঘকাল—উজানের
মাঠ ধরে এক এনজিও কর্মী—আহ!হাঁটার শব্দ হতে
কুড়িয়ে নিচ্ছে—উপর্যুপরি ঋণ,তাৎপর্যপূর্ণ হাসি—
শিশুদের প্রেরিত ত্রিকোণ ঘুড়ি,পাতার বিরহ থেকে
উড়তেছে।

১২ সেপ্টেম্বর ২০২৩ |

 

টেকসই রিহার্সাল

এখানে রুপালি আনন্দ জেগে থাকে।

অই মুখ,জারুল গাছের হাওয়া—
দূরের টেকসই উপলক্ষ
এই উঠানে অবশিষ্ট রাত্রি—
কেন উৎসর্গ দুটো চোখ চেটেপুটে খায়

কাটাছেঁড়া নদীর মতো
কেবল সাঁকো থেকে মুহূর্তগুলো
উপচে পড়ে
অনাবৃত সমান—সেসব সঙে নিয়ে
শরীর থেকে বেরোয় ঘ্রাণ—
নির্জনতা,নিঃসঙ্গতার রিহার্সাল

টের পাই। তুমি এই রক্তক্ষরণ দেখনি?

২ সেপ্টেম্বর ২০২৩ |

=================

Leave a Reply