You are currently viewing জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে পাকিস্তানী হানাদাররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবি নিধনযজ্ঞ চালায়। জাতিদ্রোহী ধর্মান্ধ  রাজাকার, আল-বদর, আল-শামসদের সহযোগিতায় স্বাধীন জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান প্রগতিশীল বুদ্ধিজীবিদের বেছে বেছে হত্যা করে রাতের অন্ধকারে।

মানবতার বিরুদ্ধে সংঘটিত এই হত্যাকান্ডের প্রতি আমরা তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পাকিস্তান নামক বর্বর রাষ্ট্রকে বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানাই। পাশাপাশি বুদ্ধিজীবি হত্যায় সংশ্লিষ্ট সকল দেশীয় জাতিদ্রোহীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। জাতিদ্রোহী ধর্মান্ধ গোষ্ঠীর সাথে ক্ষমতাসীনদের গোপন আঁতাতের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

 

Leave a Reply