You are currently viewing দু’টি কবিতা || আলী সিদ্দিকী

দু’টি কবিতা || আলী সিদ্দিকী

দু’টি কবিতা || আলী সিদ্দিকী

 

পাখার গল্প

সব্বাই খুব ওড়াউড়ির গল্প করে
জব্বর জমিয়ে রাখে সবাইকে
পাখাহীন মানুষদের মতো আমিও
মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শুনি।

আমার নিজস্ব কোনো পাখা নেই
ধারে বাড়ি গাড়ি সব পাওয়া যায়
কিন্তু পাখা কোথাও পাওয়া যায় না
আমার তাই আর ওড়া হয় না।

আমি কোনো কৃত্রিম পাখা চাই না
কৃত্রিমতার কোনো নিশ্চয়তা নেই
আরেক জনমে উড়াল পাখি হবো
ওড়াউড়ির অনেক গল্প জমাবো।

মে ২৩, ২০২৪

 

ফোটাও হৃদপদ্ম

সময়ের গল্পে তুমি জমা করো শুধু অতীতের গান
ঝরাপাতাদের বিরহের কথকতা
পূর্ণিমায় উছলে ওঠা মাছ আর জলপরীদের কাব্য
পাতার খোলে আয়েশে ভ্রমনকারী পিঁপড়ের বাবুগিরি
পাখিদের পালক দিয়ে লেখা পরিযায়ী প্রণয় গাঁথা
হৃদয়ের জলছবিতে আঁকা বিগত প্রেমের রম্য কাহিনী

আমার আলোকিত আঙুল ছুঁয়ে আছে তোমার স্বপ্ন
চোখের তারায় রচিত হচ্ছে বহুমুখী জীবন প্রকল্প
রোদের ভাষায় সবুজাভ প্রণয় প্রণালী প্রখর দীপ্রমান
তোমার হৃদয়ের তাঁতশিল্পে নেই কোনো বুনন উৎসব
নেই নবান্নের সৌরভে মুগ্ধতার একান্ত কোনো আয়োজন
নেই জীবনগ্রন্থির রসময় কোনো প্রাণজ উদযাপন

তোমার এই উপেক্ষাকুসুম আলো বিমুখ অহংময় মুখ
আজকের এই তাচ্ছিল্যের শতমুখো শরের দংশন
শতগুণে ফিরে আসবে, নিশ্চয় আসবে একদিন
কেড়ে নেবে সহস্র উপায়ে সংরক্ষিত তোমার অলীক সুখ

সময়ের গল্পে হয়ে ওঠো তুমি একক কাব্যের শব্দসুহৃদ
ভেঙে পড়া পৃথিবীর কার্নিশে ফোটাও তোমার হৃদপদ্ম
দাও মুছে মালিন্য
বহমান রক্ত নহর
হৃদয়ের হৃত গৌরব পুনরুদ্ধারে বাড়িয়ে দাও উষ্ণীষ হাত
মৃতপ্রায় সভ্যতা জেগে উঠুক তোমার প্রাণময় স্পর্শ তরঙ্গে।

মে ২২, ২০২৪

**************************

Leave a Reply