You are currently viewing তাকদির মূল্যায়নের পাপ: তিন কবিতা || আহমদ সায়েম

তাকদির মূল্যায়নের পাপ: তিন কবিতা || আহমদ সায়েম

তাকদির মূল্যায়নের পাপ: তিন কবিতা

আহমদ সায়েম

তাকদির

যে সকল খাবার খেতে
—অপছন্দ লাগে
তা শরীরের জন্য উপকারি
আর যে সব লোক
দেখলেই গা জ্বলে, তারা
তোমার
তাকদির পরিবর্তন করে…

মূল্যায়ন

সাদা হরফের শব্দগুলি সাদা পেজে
দেখা যায় না কখনোই
জীবনপাতার রঙ তো বর্ণময়; সাদাসিধে
ভাবনার মূল্যায়ন
তা হবে শুধুমাত্র কাফনের আয়ুতে-ই…

ধর্মের উচ্চতা

জানি
জানি না
অনেক অনেক কিছুই বুঝি না
—জানি
বাবার কাছ থেকে শিখেছি ধর্ম, মায়ের
কাছ থেকে পাপ বা পাপের ভুল
বন্ধুরা ধরিয়ে দিয়েছে ঘৃণার করার নানান বাহানা
সবগুলো দুয়ারে দেখি একজনই বসা
সে আমার
নামের পরে বসা…
তাই পাপকে ঘৃণা করি না
পাপের মধ্যে দেখতে পাই ধর্মের উচ্চতা।

********************

Leave a Reply