You are currently viewing দুইটি কবিতা || ওমর কায়সার

দুইটি কবিতা || ওমর কায়সার

দুইটি কবিতা || ওমর কায়সার

 

সিকিমের শীতে

সারারাত অনিদ্রার সাদা সাদা হিমের ভেতর

কে যেন বিরামহীন বাজিয়েছে বীণা

তার নির্জন উল্লাসে উপত্যকা জুড়ে

পেখম মেলেছে এক মগ্ন ব্যালেরিনা।

 

যাবতীয় সীমানা শৃঙ্খলা ভেঙে ভেঙে

সকল অহিংসা আজ তিস্তার ঢেউয়ের সাথে

ছুটে আসে সালুনের সৌরভের দিকে

সেই নির্জন নর্তকীর বিষণ্ন সাক্ষাতে।

 

লাচুং প্রস্তুত থাকে পর্বতের শুভ্র গালিচায়

অতিথি বরণ করে অলৌকিক বীণার সংগীতে

রডোড্রেনড্রনের পাঁপড়ি একে দেয় কপালের টিপ

কবোষ্ণ নদীর ধারা জন্ম নেয় সিকিমের শীতে। ‌

 

শ্রীমাই পাহাড়ের বোবা সন্ধ্যায়

কুয়াশার ছদ্মবেশে পাহাড়ে নেমেছে কত স্মৃতিসংগীত।

কোনো এক বিষ্ময়ের রাতে কুলঙ্গিতে ভাঁজ করে রাখা

গোপন একটা চিঠি ভিজে যাবে

শিশিরের ফোটায় ফোটায়।

পরিযায়ী পাখির পালকে লেখা কান্নার অক্ষরগুলো

দূরপাঠ্য হয়ে যাবে প্রাচীন পাণ্ডুলিপির মতো।

বরফের স্নেহ মাখা বাতাসের স্বরে

পাখিদের বিবাহের কথা বাজে শ্রীমাই পাহাড়ে।

নীলগাই হাঁটাপথ অভিমানের মতো বাঁক নিয়ে

কোথাও বনের দিকে চলে গেছে

অঘ্রাণের বোবা সন্ধ্যায়।

বিষণ্ন কাঠুরিয়ার ক্লান্ত দেহে

অদৃশ্য ক্ষুধার মতো ফিরে ফিরে আসবে না আর

******************************************

 

Leave a Reply