You are currently viewing অমৃতা খেটোর কবিতা

অমৃতা খেটোর কবিতা

অমৃতা খেটো

 রাতপিপাসা

তারাঝুরি রাত ফুটে ওঠে। সমস্ত শ্লোকের পবিত্র স্থিতি ভেঙে যায়। এ সময়ে মহাশ্মশানে তান্ত্রিকরা নরবলি চড়ায়। নদীরও ভয় ভয় করে। কলস্বনা নদীটি স্রোতের অভিমুখ বদলে দেয়। রাতচরা আতঙ্কে অন্যদিকে উড়ে যায়।

বালুচর জুড়ে কাদের অট্টহাসি ও অন্যদিকে কাদের যেন গুমরে ওঠা কান্না শোনা যায়। ছেঁড়া ফুলমালা নয়, যেন ফুলেদের হাড় ছাই মেখে শুয়ে আছে। শুনশান বালুচরে মৃতদের দীর্ঘশ্বাস ঝড়ের মতো প্রকট হচ্ছে।

কেউ জেগে থেকো না। ঘুম মানে শান্তির শ্বাস প্রস্বাস অথবা দুর্মূল্য গোলাপি হিরে……..

 

ঘুমের নামতা

ঝিলপাড় ভেঙে গেল। নিজের মধ্যেও ভাঙনের শব্দ……..একটা গোটা পাখিজীবনের স্বাধীনতা মাপতে গিয়ে নিজের স্বাধীনতার দিকে আড়চোখে তাকাই, নিজেকে ক্ষুদ্র মনে হয়…….

আকাশ জুড়ে কস্তুরী হরিণেরা ছোটাছুটি করে। দূরে কোথাও অচিন পাখোয়াজ বাজছে। এই রাত্রি অপরূপ মিথ্যার কারুকার্য দিয়ে গড়ে নিই। ভেসে গেল স্বরলিপি ভর্তি গানের খাতা, আমিও মৌনী আছি তিনদিন। জ্যোৎস্নাও আধুনিক পোশাক পরেছে, তার লাবণ্যের অন্তর্ধানলিপি তৈরী করছে কালপুরুষ…. 

আমরা এসব মিথ্যাকাহিনি শুনে কী করবো বলো? তার চেয়ে এসো ঘুমের নামতা পড়ি, ছন্দে ছন্দে আনন্দে চোখ ভরে ঘুমের স্রোত নামলে শান্তির অরণ্যে কিছুক্ষন থাকা যায় তাই না………

***********************

 

 

Leave a Reply