অশোক কর
দুইটি কবিতা
অর্ন্তদহন
জীবনের কাছে আমরা কি এতটাই অসহায়?
এক যে একটুকরো মাটি- যা হতে পারতো বাস্তুভিটে
হতে পারতো মাতৃভূমি, মহাদেশ, একটা পুরো পৃথিবী
তুমি জল চাইলেই উথলে উঠতো সাগর!
তবু কত অসহায় নামহীন সেইসব মানুষের দল
যারা স্বপ্নের বদলে সৃষ্টির সৌন্দর্য দেখে বলে দিতে পারতো –
পূর্বজন্মের আগুন কিভাবে পুড়িয়ে দিয়েছিলো স্বপ্নসাধ
সেই যাযাবর জল্পনা বুকে নিয়ে ফের নতুন খুঁজে ফেরা
মানব জীবনের অপ্রস্তুত অর্ন্তদহন!
স্বপ্নদের এভাবে উড়তে দেখে
নিরাসক্ত জীবনের স্বপ্নগুলো হঠাৎ
রঙীন হয়ে উঠলে
ভিতরে সবকিছু বদলে যায়
অনভ্যস্ত সব শব্দ,
মায়াবী সব কাব্যকল্পনা
সামান্যই আত্মস্থ হয় আমাদের!
নিজেকে কি বিলিয়ে দিতে শিখেছি আমরা?
জানি কি পদ্মবিলের কয়টা নীলপদ্ম
তুলে আনতে হয়?
যারা আমরা জীবনামৃত বেঁচে আছি
তারপরও জীবন থেকে হারিয়ে গেছে
হাজার বছর!
স্বপ্ন আঁকড়ে বেঁচে জীবনের কতটুকু অপচয়?
আর কতটুকুই বা প্রাপ্তি স্বেচ্ছাচারিতায়?
জীবনে এভাবে নিরাভরণ চিনে নিতে
প্রজ্ঞা পারমিতা জগৎ সংসার ক্রমশঃ
বিলিয়ে দেয় অকৃপণ!
জীবন সহসাই মনে হয় নাজুক বিষয়
কল্পনার চেয়ে নৈর্ব্যক্তিক বড় কিছু স্বপ্ন-
পালক ময়ুরপুচ্ছে বেহুলা নাচে ইন্দ্রসভায়
আমরা লখিন্দর, ভেসে থাকি মৃতের ভেলায়!
*********************************