You are currently viewing শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ

শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ

শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দের শুভেচ্ছা। বছরের শেষ এবং শুরুর ক্রান্তিলগ্ন মন-মানচিত্রের জন্য সুখকর ছিলো না। সার্ভারের যান্ত্রিক ত্রুটিজনিত কারনে আমরা যথাসময়ে আমাদের প্রকাশনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারিনি। এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমরা আমাদের পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমাপ্রার্থী। অবশেষে সকল জটিলতা নিরসনপূর্বক এক্ষণে আপনাদের ভালোবাসাসিক্ত মন-মানচিত্র প্রকাশ করতে পেরে আমরা স্বস্তিবোধ করছি। এজন্য আমাদের টেকনিক্যাল টিমের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।

তবে কলেবরের বিষয়ে আমাদের আপোষ করতে হয়েছে। মন-মানচিত্রকে সীমিত কলেবরে প্রকাশ করতে হচ্ছে। আমরা বিপুল পরিমাণ লেখা পেয়েছি কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে একসাথে সকল লেখা প্রকাশ করা সম্ভব হলো না। যাঁরা লেখা দিয়ে আমাদের পথচলার সঙ্গী হতে আগ্রহ প্রকাশ করেছেন তাঁদের সকলের প্রতি অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকল লেখাই প্রকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রমান্বয়ে তা করা হবে।

কবি, লেখক ও অনুবাদক ধ্রুব সাদিক নববর্ষ সংখ্যাটির জন্য আমাদের  যথেষ্ট সহযোগিতা করেছেন। তাঁকে মন-মানচিত্রের পক্ষ থেকে জানাই হার্দিক শুভেচ্ছা।

এই সংখ্যায় আমরা লেখকদের অগ্রজ-অনুজের ভিত্তিতে ধারাক্রম করার পরিবর্তে নামের আদ্যাক্ষর অনুযায়ী সাজিয়েছি।

নতুন বছর আপনাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনুক। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

শুভেচ্ছান্তে-

 

Leave a Reply