You are currently viewing শঙ্খশুভ্র পাত্র|| দু’টি কবিতা

শঙ্খশুভ্র পাত্র|| দু’টি কবিতা

শঙ্খশুভ্র পাত্র || দুইটি কবিতা

 

ধ্যান

প্রাধান্য চাইনি, শোনো, ধান্যটিকে মান্য করি খুব৷
সামান্যকে অন্ন ভাবি৷ অন্যজ্ঞান— সে মোটেই নয়৷
চেয়েছ সহিত৷ সে যে হিতকর৷ সাহিত্যের রূপ
মনে-মনে দেখো, আঁকো৷ সাঁকোটির মতো হিরণ্ময়

হতে হবে৷ তবেই তো টবে ফুল, পুষ্পিত বাগান
গানে-গানে রৌদ্রময়, প্রজাপতি ছায়া নিয়ে আসে৷
এই সব দৃশ্যে, আহা, লেগে আছে আকাশের ঘ্রাণ!
তুমি কি সহজ হয়ে সে-সময় বসেছিলে পাশে?

অহর্নিশ চিন্তা করি৷ সহজিয়া৷ আউলবাউল
ঝাউডালে বাঁকা চাঁদ, তন্দ্রাচ্ছন্ন সন্ধ্যানদীতীর!
বিজনে নিঝুম৷ স্মৃতি৷ ডেকে আনি এক-একটা ভুল—
ভুলের অধিক ক্ষমা— সেই সব মোহন খাতির

যথামান্য করি৷ ধান৷ প্রাধান্য চাইনি আমি মোটে৷
তুমি যে ধ্যানের মতো— যে ভাবে সূর্য পুবে ওঠে৷

 

বিনীত সকাল জুড়ে

ধুধু মেঘ, চরাচর৷ এই এক বিনীত সকাল৷
প্রথমে প্রণাম মন্ত্র৷ উপচার৷ প্রভাতীকুসুম৷
বসন্তের স্পর্শসুখ বুকে ধরে শীর্ণ এক খাল
তিরতির বয়ে চলে, তার বুঝি চোখে আধো ঘুম!

দৃশ্যটি মধুর ভারি৷ বুঝি বা বঁধুয়া এল ঘরে৷
প্রীতিবাক্যে চিরদিন ব্যাপ্ত থাকে স্মৃতিকাতরতা৷
এই যে পাথর-মন, বিগলিত, কত দিন পরে
তুমি তো জেনেছ ভুল, ভালোবাসা, ফুল-পাখি-লতা…

বিনীত সকাল জুড়ে কুঁড়েঘরে দিব্য এক প্রভা,
তোমাকে ভাবছি, সূর্য, দুই চোখে অভাবিত শোভা…

====================

Leave a Reply