বন্ধুরা,
হিংসা, বিদ্বেষ, হানাহানি, আগ্রাসন, নির্বিচার হত্যা, অযৌক্তিক যুদ্ধ, মানুষের সীমাহীন দুর্ভোগ, লাগামহীন ক্ষুধার যন্ত্রণা এবং লাখো কোটি মানুষের অশ্রুজলে সিক্ত ২০২৪ সালকে বিদায় জানিয়ে আজ আমরা নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নিচ্ছি। আমরা স্বাগত জানাই নতুন বছরকে। একটি শান্তিপূর্ণ পৃথিবী ও ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে বিশ্বজনসমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশায় এবং বৈষম্যহীন সমতার পৃথিবীর প্রত্যাশায় আমরা বরণ করি নতুন বছরকে। মানুষের পৃথিবীতে মানুষের জয় হোক, মানবতার জয় হোক। বিশ্বময় নবোত্থিত আসুরিক অপশক্তির শ্বাপদ নিঃশ্বাসের অভিঘাত থেকে আমাদের প্রিয় পৃথিবী মুক্ত থাকুক, নির্মাণ করুক আগামী প্রজন্মের জন্য এক প্রাণময় পৃথিবী। এটাই আমরা কামনা করি।
ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে মনমানচিত্র আয়োজন করেছে সাহিত্যের বর্ণময় আসর। আসুন, আসরে সকলে সানন্দে শরিক হই।
একক কবিতা
অশেক কর
আলী সিদ্দিকী
কুমার দীপ
জাফর ওবায়েদ
নাহিয়ান অপু
মনিজা রহমান
মেহনাজ মুস্তারিন
শর্মিলা বন্দ্যোপাধ্যায়
সন্তর্পণ ভৌমিক
কবিতার একপাতা: নবায়িত শব্দপ্রহর
অন্তর চন্দ্র
অনিন্দিতা মিত্র
অনিরুদ্ধ রনি
আজিজ কাজল
চন্দনকৃষ্ণ পাল
চিরশ্রী বন্দ্যোপাধ্যায়
সাজ্জাদ সাঈফ
তীর্থঙ্কর সুমিত
হৃদয় লোহানী
মুক্তগদ্য
উৎপল দাস
নুসরাত সুলতানা
শিশির আজম
গল্প
ইসরাত জাহান
কাজী লাবণ্য
কামাল কাদের
জাকিয়া শিমু
দীলতাজ রহমান
বিচিত্রা সেন
মাহবুব আলী
*********************