গুচ্ছ কবিতা/ মহুয়া বৈদ্য
অক্ষরের কথকতা
যবন, অক্ষর লিখি জ্ঞানত পাপের পাশে বসে
নীরব কথার ধর্ম ফুটে ওঠে যেন সাদা খই
বাতাস বেহায়া খুব, অমনি উড়িয়ে নেয় তাকে
শাস্ত্রমতে নিরাকার নিভৃতে শিক্ষক হয়ে ওঠে
অতীত কি বেজে ওঠে?নিপাতন সিদ্ধ মতে কথা
গুরগুর ধ্বনি তোলে ধিনাক বোলের সাথে খোল
বাজে দশকোশী, আর ঘুরে নাচে আখর সকল
এভাবে সময় ঘোরে আচমনে পান করি সুর
অদৃশ্য দেওয়ালে ফোটে অক্ষরের নীল কথকথা
চলাচল
১। সংসার
একঘটি জলের হিসেব
উপেন ও বিপিন খেলে যাহা শুধু শেষ হয়ে যায়
২। প্রেম
পথের ধুলোর পাশে কিছু বালি চিকচিক করে
ওর এককণা এসে চোখের পাতায়…
৩। বিবাহ
জলের রঙের পাশে একগাদা সঙের পোষাক
এত বেশি রঙদার, চোখদুটি ধাঁধালো বেঠিক।
৪। দাম্পত্য
গানের বাহার খুব, রেওয়াজটি বেশ দমদার
এরপর নিরামিষ সময়ের ভাঁজ…
স্বরলিপি কাঠামোটি বেজে চলে
তীক্ষ্ণ স্বরে, মাপজোক ঠিকঠাক
বিচ্ছেদ
১.
ঝনঝন বেজে ওঠে কার টেলিফোন!
ঘুম ভেঙে চেয়ে দেখি সাদা হাত
ওপাশের মেঝে ফুঁড়ে সাদা হাত
হাড়ের মতন…
স্মৃতির পাহাড়ে তুমি এইবার ডুবে যাও,
সিনেমায় “নায়ক” যেমন…
২.
নদীর ভাঙন শেষে পলি
নতুন ব-দ্বীপ নির্মাণ।
অথবা কী পলল পাথর?!