You are currently viewing লিটলম্যাগ পাড়া

লিটলম্যাগ পাড়া

লিটলম্যাগ পাড়া

‘লিটলম্যাগ পাড়া’ মন-মানচিত্রের নতুন সংযোজন। লিটল ম্যাগাজিন হলো প্রথা ও প্রতিষ্ঠাবিরোধী সৃষ্টিশীলতার আতুঁড়ঘর যেখানে শিরদাঁড়াওলা কলমের জন্ম ও বিকাশ ঘটে। কর্পোরেট সাহিত্যের বিপরীতে দাঁড়িয়ে কুর্নিশবিহীন মানুষদের একরোখা বিচরণক্ষেত্র হলো লিটল ম্যাগাজিন। সেন্সরবিহীন মুক্তমানুষদের মুক্তশব্দের সংবেদের ফোয়ারা হলো লিটল ম্যাগাজিন। স্রোতের বিপরীতে লড়াই করে যেসব অকুতোভয় শব্দসৈনিকেরা লিটল ম্যাগাজিনকে তাদের লড়াইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, মন-মানচিত্র তাদের কন্ঠস্বরকে উচ্চকিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। সকল উদ্যোগী, উদ্যমী ও লড়াকু লিটলম্যাগ সম্পাদকদের নীচের ফরমেট অনুযায়ী আমাদের কাছে তথ্য প্রেরণের জন্য আহবান জানাচ্ছি।

নিয়মাবলী:
১. ম্যাগাজিনের কভার ছবি
২. প্রিন্টার্স লাইনের ছবি
৩. সূচীপত্রের ছবি

ইমেইল: monmanchitra@gmail.com

লিটল ম্যাগাজিনের সূচনাপর্বে আমরা দুইটি লিটল ম্যাগাজিনকে আজ উপস্থাপন করছি। পরবর্তীতে আরো ব্যাপক সংখ্যক লিটল ম্যাগাজিনকে মন-মানচিত্রের পাঠকদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।

১। কথাসাহিত্যিক জাকির তালুকদার সম্পাদিত “বাঙ্গাল।”

২। কবি ও কথাসাহিত্যিক হুমায়ুন কবির সম্পাদিত, “ঘুংঘুর।

Leave a Reply