You are currently viewing দেবদাস রজক || দু’টি কবিতা

দেবদাস রজক || দু’টি কবিতা

দেবদাস রজক || দু’টি কবিতা

 

শূন্যতম খেলা
— — — — — — — — —

তুমি লক্ষ্য করেছ কি?
তুমি আর আমি একটা ঘূর্ণিপাকের মধ্যে ঢুকে যাচ্ছি

আমাদের ঘিরে নক্সাকাটা কচ্ছপ ঢেকে দিচ্ছে গোধূলি
গুটি গুটি পায়ে শুধু এগোতে থাকি সময়…

দিন কি আছে আর? ভার্চুয়াল রৌদ্রদ্বার দ্যাখো!

আমাদের পা নেই, চোখ, মুখ, গর্দান কিচ্ছু নেই
স্ক্রল হতে হতে ভরে উঠছি নীলাভ আলোয়
মুখোমুখি উতলে ওঠা বায়োমেট্রিক স্পর্শ
সে তো শুধুই শূন্যতম খেলা

তুমি কি লক্ষ্য করেছ প্রিয়? তুমি আর আমি ক্ষয়ে যাচ্ছি ক্রমশ

 

মেঘেরা থাকে যেখানে
— — — — — — — —

নিতান্তই ফেলে আসা
বকফুল, স্কুলমাঠ, পুরনো ময়দান আর জলে ডোবা সিঁড়ি
খালি গায়ে মাটি মাটি খেলে শিশু, মাছ খোঁজে কোমরে আঁচল বেঁধে,
ওরা সব ওখানেই থেকে গেছে, আনতে পারিনি ওদের

নিতান্তই দুঃখ জমানো এ দেশ
আমি পেরিয়ে যাই ধানজন্ম ছেড়ে। এসেছি পিচ রাস্তায়
কতগুলি টাওয়ার আর সিগন্যাল, জিপিএস অন্ করে হাঁটতে থাকি
কোথাও যদি মানুষের বসতি আর সৌম্য খুঁজে পাই…

আমাদের ফেরা হল না যে আর বাল্যসখার বাগানে
আমাদের যাওয়া হল না যে আর মেঘেরা থাকে যেখানে

=====================

Leave a Reply