You are currently viewing আমাদের নতুন বিভাগ- তরুণ তরু

আমাদের নতুন বিভাগ- তরুণ তরু

আমাদের নতুন বিভাগ

তরুণ তরু

নতুনরাই আগামী দিনগুলো রচনা করে, নতুনরাই নতুন কিছু করার স্বপ্ন দেখে, নতুনরাই লড়াকু হয়। অসত্য, অসুন্দর ও অমানবিকতার বিরুদ্ধে লড়াইয়ে নতুনরাই নেতৃত্ব দেয়। আমরা নতুনদের কাছ থেকে শিখি এবং নতুনদের সাথে পথ চলি।

তাই মনমানচিত্র মনোনিবেশ করেছে তরুণ তরু পরিচর্যায়। তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা আগ্রহী তরুণদের কাছ
থেকে গল্প, কবিতা, পাঠপর্যালোচনা ও প্রবন্ধ আহবান করছি।

১. লেখা অভ্র/ ইউনিকোডে টাইপ করে ইমেইল বডিতে পেষ্ট করে পাঠাতে হবে।
২. ইমেইল : monmanchitra@gmail.com
৩. ভিজিট করুন:www. monmanchitra.com
৪. হোমপেজের ’ডাউনলোড করুন এন্ড্রয়েড অ্যাপ’- এ ক্লিক করুন। নির্দেশনা             অনুযায়ী ইনস্টল করে নিন।

 

Leave a Reply