You are currently viewing জারিফ আলমের কবিতা

জারিফ আলমের কবিতা

জারিফ আলম

 

ঋণাত্মক

 

জ্যোৎস্নাকে ফিকে মনে হয়

নিরস্ত্র ধোঁয়ায়। আঁধারের বন্দনা ভুলে

মানুষ গেয়ে ওঠে বেঁচে থাকার

প্রার্থনা সঙ্গীত। অসহায় মনগুলো

হিশেব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে

বিগত জীবনের। আর তখনই

ঋণাত্মক হয়ে ওঠে; সমস্ত বাস্তবতা।

 

 

অসুখ-বিসুখ

 

হাতের করগুনে অসুখের শয্যায়

তালগোল পাকিয়েছি নিয়ত একাই

নিঃসঙ্গতা ছুঁয়েছে অস্থি ও মজ্জায়

ভালোবাসার আফিমে তাই মেখে খাই।

 

এখন আমার পাশে চরম অসুখ

কথা বলে না কেউ আনত চিবুক।

===================

 

Leave a Reply