You are currently viewing আশীক রহমানের কবিতা

আশীক রহমানের কবিতা

আশীক রহমান

 

কেন

——————

কোথা থেকে এসেছে যে,কোন  কাল-মাত্রা থেকে উড়ে,

এই মাথানষ্ট সুন্দর লাগাতে আগুন আমার খামার জুড়ে!

বল জ্যোতির্বিদ, হে জ্ঞানী অথবা ধ্যানী

ঋষিশ্রেষ্ঠ কোনও-ধ্যানের ভেতরে যদি পাও

কোনও ঠায় ও ঠিকানা, তবে দাও!

*

আমি তো অদূরদৃষ্টি কবি, প্রায় কানা,

এর-ওর আত্মা চুরি করে খাই,

ঘুরিফিরি আগারে-পাগারে আর যাই

ওই ছায়াপথের ঘিঞ্জি বস্তিতে,

*

যেখানে রাত চুরচুর খিস্তিতে খিস্তিতে!

তাহলে কেন এরকম হতভম্ব সুন্দর

এখানে, আমার স্বস্তির খামারে!

 

ইচ্ছা হয়

——-

সেসব কিরম জাড় ঝরা রাত…!

রেশম-কুয়াশার জাদু-পর্দা সরায়ে

চলে যায় লোকজন কোথায় কোথায়…ডাক-হাঁক শোনা যায়

অদৃশ্য থেকে, মনে হয় পর্দার ওপারে আরেকটা জগৎ!

*

আসে খেজুরের ঘোলা-রস-রঙ ভোর, আহা!

জোয়ান মোরগ বাঁকে ঝলমলে তহবন গায়ে;

সূর্যের নিদ টুটে যায়, খড়ের ওমের আয়োজন হয়,

আলিস্যির কাঁথা সরে চকির কিনারে আর

বাতাসে ছড়ায়ে যায় ভাপ ওঠা ভাপার দাওয়াত…!

*

এরম দৃশ্য কি দেখা যায় এখনও দুনিয়ায়!?

ভাবি, কি আজব জীবন,  যেন শূন্যের মাঝে

ভোজবাজির মত তৈরি হওয়া হাওয়াই মিঠাই!

সকালের নিওরের মত উধাও হয়েছে নাকি সব!?

নাকি কিছু দৃশ্য লুকায়ে আছে কোথাও

কোনও কুণ্ডের ভেতর!?

*

খুব ইচ্ছা হয়, মনে হয়-যাই, একবার যেয়ে

দেখে আসি, যদি দেখা পাই!

**************************

 

Leave a Reply