You are currently viewing আবসার হাবীবের পাঁচটি কবিতা

আবসার হাবীবের পাঁচটি কবিতা

আবসার হাবীব-এর পাঁচটি কবিতা

 

শিকড় ছড়িয়েছে অনেকদূর 

প্রাচীন বটবৃক্ষ শিকড় ছড়িয়েছে অনেকদূর, মাটির গভীর থেকে গভীরে

ছুঁয়েছে মন ব্যাপকতা নিয়ে, পাশাপাশি

ঋজু দাঁড়িয়ে আছে বিধ্বস্ত গ্রামের পর গ্রাম,

ভগ্ন জনপদ

মানুষ বলছিল তাদের দুঃখ, সেই রাতের কষ্ট আর হারানোর কথা।

বলছিল, পিতৃহারা পুত্র, শিশুহারা মাতা, ভাই-বোন

একই কথা ও কাহিনী।

মিডিয়াগুলো তুলে আনছে মানবিক বিপর্যয়ের কাহিনী

এবং অপরাজেয় মানুষের কথা।

ছুটছে এবং ছুটছে – দেখা যায় আলো দেখা-যায়-না

তবুও এগোয় সুন্দর তারুণ্য,

মানুষ মানুষের সঙ্গী সময়ে এবং অসময়েও।

 

পুনরাবৃত্তি ইতিহাস আর ঐতিহ্যের এবং ধ্বংসের,

মানুষ হাঁটছে কিছু স্মৃতি আর কিছু অম্লান এপিটাফ নিয়ে।

মানুষ বেঁচে থাকে বুকে নিয়ে উজ্জ্বল এবং অনুজ্জ্বল গল্প,

উত্থানের গাঁথা লিখে লিখে।

আছে গান মুক্তির, উঠে দাঁড়ানোর কিছু দীর্ঘ কাহিনী,

বাঁচার কোরাস, সম্মিলনী দীর্ঘপথ চলা।

প্রাচীন বটবৃক্ষ শিকড় ছড়িয়েছে অনেকদূর, মানুষ মানে না পরাজয়।

 

ছুটি চাই 

ছুটি চাই প্রতিদিনের হিসেব-নিকেশ থেকে

ছুটি চাই সবকিছুতে জিতে যাওয়ার প্রতিযোগিতা থেকে

ছুটি চাই শহরের যানজট ধূলি ধোঁয়া দীর্ঘশ্বাস থেকে

ছুটি চাই ঘুড়ির আকাশে ওড়া জীবনের ভোঁ-কাট্টা থেকে

শুধু ছুটি চাই না ভালোবাসার শুদ্ধতম ছায়ালোক থেকে

 

বিউগলজেগে আছো 

এখনো প্রতিবাদহীন প্রতিবাদে জেগে আছো

মানুষের ভেতরে জাগ্রত মানুষ

 

আড়মোড়া ভেঙে

উঠে দাঁড়াতে চাই

আমরাও কিছু কিছু মানবসন্তান

উঠে দাঁড়াতে চাই

অসময়ের বিরুদ্ধে সাহসী সময়ের পক্ষে

তুমি কি আমাদের সঙ্গী হবে — মনে হবে

অন্তত একজন মানুষ তো আছে

আমাদের সাথে সাথে আছে

নীরবে-নিভৃতে

কখনো কখনো সময়ের ভেতর সময় ভেঙে পড়ে

আমরা ভেঙে পড়ি না — পড়তে পড়তে

মনে হয় আমরাও লড়াইয়েই আছি

এবং থাকবো এবং থাকবো

তুমি কি আমাদের সঙ্গী হবে — ভাবি আছো

তুমি তো আমাদের সঙ্গেই আছো

টাইগার পাস দিয়ে প্রতিদিন যাওয়ার সময়

এইসব ভাবায়

বাঘের শরীর

মনের ভেতরে আলোড়ন তোলে

প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি দেখে

মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছো

জেগে আছো, জেগে আছো

অস্থি ও মজ্জার ভেতরে ভেতরে

তুমি কি আমাদের সঙ্গী হবে — বিউগল হবে

 

নিসর্গের ছাড়পত্র 

 অদ্ভুত নিরবতা, শুনসান পথ

ফুল ফুটছে, লতাপাতা ফল,

পাখি ডাকছে, অথচ কাঁদছে মানবতা।

প্রকৃতি শাসনে কাঁপছে পৃথিবী,

প্রাপ্য ছিলো এই চড় মানবের

ভর্তি হবে এবার ইসকুলে।

 

ভোর হলো দোর খোল, চলো

পাখি করে কলরব রাতি যে পোহালো

তবে,

আজ নয় একদিন যাবি,

যাসনে ঘরের বাইরে আগে খোঁজ চাবি।

 

অদ্ভুত নিরবতা রাস্তায় রাস্তায়,

অদ্ভুত নিরবতা পাক খায়।

 

নিরবতা, ও মানুষ নতজানু হও

ভুবন প্রার্থনা করছে বৃক্ষের কাছে,

সমুদ্রের কাছেও যায়, ছাড়ে দীর্ঘশ্বাস

শুষে নাও, ধুয়ে দাও কাল ভাইরাস।

 

খুশির হাওয়ায় রাখো জীবনের দম,

মিলাক মিলিয়ে যাক দুঃখ-গ্লানি-পাপ

প্রকৃতিবান্ধব কণ্ঠ বলুক হরদম।

 

নিসর্গের ছাড়পত্রে মিলবে কি আজ,

ঘাতক মুক্ত হবে পৃথিবী সমাজ।

 

অসময়ের কবিতা

নিমর্মতা ছড়ানো হচ্ছে চারিদিকে

কেউ যেন উঠে দাঁড়াতে না পারে,

মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে

আলোকে আঁধার করে।

 

পিছু হটতে হটতে

আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি

সমাজ ভাঙছে, ভাঙছে সম্প্রীতি, পুড়ছে ঘর-সম্ভ্রম

মানুষ কাঁদছে,

একটু স্বস্তি আর আশ্রয় কোথাও নেই,

নেই মমতা আর সহমর্মিতা, নেই সহযোদ্ধা।

একা একা

কেউ কেউ

এখনো লড়ে যাচ্ছে শেষ রক্তবিন্দু দিয়ে,

বিন্দু বিন্দু মিলে একদিন রক্তস্রোত

জাগরণ ঢেউ

আলো ছড়াবে সমাজে ও রাষ্ট্রে।

মানুষ সেই দিনটির জন্য প্রহর গুনছে,

কখন মোরগের ডাক শুনতে পাবে, ভোরের পাখি

কখন ঘোষণা দেবে মুক্তির শিউলি ঝরা ভোরের।

অপেক্ষা সেদিনের, রক্তস্রোত হয়ে উঠবে জনস্রোত।

 

আবসার হাবীব

কবি আবসার হাবীব চট্টগ্রামে সত্তর দশকের এস্টাব্লিশমেণ্ট বিরোধী সাহিত্য আন্দোলনের একজন সক্রিয়কর্মী হিসেবে নিবেদিত ছিলেন। এই কবির মানবজন্ম ১৯৫৫ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রাম শহরে। পেশায়

তিনি একজন  উন্নয়ন বিশেষজ্ঞ। কাব্যচর্চার সাথে কর্মজীবনের মেলবন্ধন ঘটিয়ে সমাজের অগ্রযাত্রায়

তিনি কূপমুণ্ডকতার শৃঙ্খলিত পরিবেশের পরিবর্তন ঘটাতে সর্বদাই সচেষ্ট প্রয়াসে নিবেদিত। তাঁর কবিতা

মানুষকে আপনার শক্তিতে আস্থাবান হতে প্রেরণা দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর। বর্তমানে একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় রযকাশনা ও প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।

 

প্রকাশিত গ্রন্থ 

১.   কবে শেষ হবে এই গ্রহণের কাল (কাব্যগ্রন্থ ১৯৮৬)।

২.   দেলীপাড়া : বাংলাদেশের একটি অখ্যাত জেলেগ্রাম (গবেষণাগ্রন্থ ১৯৯২)।

৩.   ভোরবেলাকার বারান্দায় দাঁড়িয়ে (কাব্যগ্রন্থ ১৯৯৬)।

৪.    জয় হোক মানুষের (কাব্যগ্রন্থ ১৯৯৭)।

৫.    দাও নক্ষত্রের বর্ণমালা (কাব্যগ্রন্থ ১৯৯৯)।

৬.    উপকূলীয় জনপদ : একটি অর্থনৈতিক উন্নয়ন সমীক্ষা,

সম্পাদনা : খুরশীদ আলম পিএইচডি  ও আবসার হাবীব (২০০৬)।

৭.     আগুন রঙের ডানায় মানুষের দিনকাল (কাব্যগ্রন্থ ২০০৮)।

৮.    সুতপা ও জেলেদের গল্প (কিশোরগ্রন্থ ২০০৮।

৯.    উপকূলের নজিবপুর – জীবন যেখানে উঠে দাঁড়ানোর পথ খোঁজে (গবেষণাগ্রন্থ ২০০৯)।

১০.   নীলকণ্ঠ ফুল আমি কুড়োই তোমাকে (কাব্যগ্রন্থ ২০১৪)

১১.    Delipara: An Obscure Fishing Village of Bangladesh (2001).

১২.   Coastal Communities: A Study on Economic Development, Edited by Khursid Alam, Ph.D & Absar             Habib (2006).

Leave a Reply