You are currently viewing হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা 

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা 

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা 

ফুলকপি 
 
 
ফুলকপি আসলে ভীষণ বৈষয়িক
কে কি ভাবে জানি না
আমার মনে হয়, সারাজীবন ধরে
প্রাণপণ চেষ্টায় সাজিয়ে রেখেছে জীবন
হাতে আনতে গেলে প্রচুর তেল লাগে
আবার কাছে এলে ঠিকঠাক সহ্যও করা যায় না
মাটি কামড়ে থাকে বলে কচকচ আওয়াজ হয়
 
আমাদের শখ
যা অনেক দূরের যাত্রী
তাই শীতকাল শুরুই হয় ফুলকপি দিয়ে।
 
 
*************************
 

জিভ
 

সবসময়
জিভ ঢুকে থাকে বলে
আড়ালেই সবটুকু জল ঝরায়
এই কারণেই
একটা জিভ
কতদূর যেতে পারে
মানুষের কোনো আন্দাজ থাকে না
 
তাই জিভ বেরিয়ে এলে
একমুখী সংজ্ঞায় অভ্যস্ত মানুষ
চোখ বার করে এলিয়ে যায়
আর
মানুষের এই অপদার্থতাকে
কিছু ফটোগ্রাফের শরীর বিনা আয়াসেই
দুঃখ কষ্ট বলে চালিয়ে দেয়।
 
 
********************
 

আকাশবাড়ি

উঁকি দিতে হয় না

জানলা খুললেই আকাশ দেখা যায়

আমি বাড়ি আঁকি

মা পাশে বসে থাকে

মা বলে, জানলার শিকদুটো ধর

তোর বাবা বসবে

পরদিন সকালে দেখি

বাড়ি বলে কিছু নেই

সব আকাশ হয়ে গেছে ।

********************


গ্রাম পেরিয়ে

কাঁধে ব্যাগটা নিয়ে

চৌকাঠ উঠোন পার হয়ে যাই

গ্রাম পার হতেই দেখি

কাঁধে আর কিছু ঝুলে নেই

পুকুর নদী খাল বিলের চোখ

আজ এক একটা পৃথিবী দেখছে

যত আস্তেই কথা বলি

সবাই আমার দিকে তাকায়

আমি এভারেস্টেরও

অনেক অনেক উঁচুতে উঠে

সমগ্র পৃথিবী দেখছি।

********************

আমরা

আমরা জানি

ঘরের মধ্যে কেউ একজন আছে

আর

আমরা বাইরে থেকে চিৎকার করছি

দুয়ারে কেউ নেই

আমরা সবাই

উঠোনে ভিড় করে দাঁড়িয়ে

আমরা চাইছি

এটা চলুক

আমাদের গলার কোনো চর্চা নেই

তাই

চিন্তা একটাই

ঘরের লোক যেন বাইরে বেরিয়ে না আসে।

**********************