You are currently viewing ধূলোয় মিশে যায় কীটপতঙ্গের দর্শনশাস্ত্র/ এইচ বি রিতা

ধূলোয় মিশে যায় কীটপতঙ্গের দর্শনশাস্ত্র/ এইচ বি রিতা

ধূলোয় মিশে যায় কীটপতঙ্গের দর্শনশাস্ত্র

এইচ বি রিতা

তোদের কে মনে রেখেছে কে-ই বা দিয়েছে

বস্ত্র হরণের অধিকার, মাংসাশী হায়েনা

দাঁত কেলিয়ে শিকারে তোদের বর্বরতা নাৎসি বাহিনীর

ভিযান ছাড়িয়ে দূষিত করে আজ শহুরে বাতাস।

তোদের কে বলেছে শুঁকে নিতে লোনা জল হিংস্র-ভীতু

ব্ল্যাক মাম্বা, ফোঁটা বিষে বেআইনি ঘোষণায় শব্দ,

দাঁড়ি, কমা, অনুভূতির ধর্ষণ শেষে বিকৃত মগজে

হুক্কা হুয়ায় শেয়াল ডেকে আইকন ছুঁড়ে যাস নিজ কর্মে।

 

তোদের কে দিয়েছে সাহস অনাধিকারে লাঙল চাষে

উর্বর জমির বুক ফুঁড়ে তুলে নিতে সতেজ বীজ,

মোহর লাগানো ব্যক্তিসত্তা, কট্টর যুক্তিবিহীন প্রলাপে

স্যানিটারি প্যাডে তোরা-ই লিখে যাস বর্বরতার ইতিহাস।

হিট্টিদের নামে জটলা পাকিয়ে যাওয়া জ্যাক দ্য রিপার

অশরীরি পন্থা, গ্রহাণুর আঘাতে নিশ্চিহ্ন হয়েছিলো

ডাইনোসারের দলও, ক্ষুধার্ত সিংহের খাঁচায় ভরে দেয়া

নিরীহ প্রাণের দেবতা ক্যালিগুলাও ছুরিকাঘাত হয়েছিলো

শেষে প্রতিবাদী রক্ষীদের দ্বারা-ই। ।

 

ভুলে গেলে চলবে না, যুগ যুগ হেঁটে গেছে হিটলারের দল

একই পথে তোদের-ই মতো, অবশেষে ধূলোয় মিশেছে

অসংখ্য কীটপতঙ্গের দর্শনশাস্ত্রবাজের ঝলকানি শেষে,

ভোরের সোনারোদ আলো রেখে গেছে আমাদের-ই দুয়ারে।