বাস্তব ও অন্ধকার
এ দুনিয়ার কতটুকু জানি
আধ-পৃথিবী অন্ধকার
আর আধ-পৃথিবী আলো
এক পৃথিবী ডাঙায়
আর তিন পৃথিবী জলে।
দুনিয়ার কতটুকু জানি
স্থির হয়ে বসে আছি রকে আড্ডায়
গ্যালিলিও – হিটলার – মার্টিন লুথার
বিতর্কে কান পাতা দায়
পৃথিবীতো বসে নেই ….
নিয়ত বানিয়ে যায় নতুন অধ্যায়।
দুনিয়ার কতটুকু জানি ….
সাগরের নীচেও এক জগৎ-সংসার
অতলের নীচে আছে সচল সমাজ
সেখানে কি পৌঁছায় সূর্যের কর !
এক টাইটানিক অন্ধকার নিয়ে…
পৃথিবীর সবকিছু জানা হয়ে গেছে
বারমুডা ট্র্যাঙ্গেল ব্যারেন আইল্যান্ড
মাঝে শুধু জল আর জল
মেপে যাই নিখুঁত নটিক্যাল।
আকাশের নীলে ভরা গুটি গুটি তারা
আলোকবর্ষ জুড়ে মহাশূন্যতা
আলোকে আলোকে ভরা মিল্কি-ওয়ে
মাঝে শুধু অন্ধকার …. অজানার
আলোকবর্ষ জুড়ে ,
এক গ্যালাক্সি অন্ধকার নিয়ে
মহাবিশ্বের সবকিছু জানা হয়ে গেছে !
ধর্মের সিলেবাস
এ ধর্মে সিলেবাস সোজা !
এ ধর্মে মেলে টাকা মেলে নিরাপত্তা
এ ধর্মে শুধু মেলেনাকো শিক্ষা।
মেলে খুন ধর্ষণে ছাড়
মেলে প্রভাবীর সায়
মেলে প্রভাবিত রায় ,
এ ধর্মে অমানুষ দলেদলে জোটে
ঋণশোধে সম্মোহনী অমূল্য ভোটে।
এ ধর্মে সিলেবাস সোজা
আছে হিংসা আছে ঘৃণা
গুরু পাপ লঘু দন্ড
থেমিসের মানদন্ড অসহায় আঁখিবন্ধ
এ ধর্মে অধর্মের তেজ
মানবতা এ বাগানে মানা।
ধর্মের সিলেবাস অন্য
সে ধর্ম …. নিজের ই জন্য
ধর্ম সে ধারণে , ধর্ম সে অন্যের পালনে
শান্ততা প্রেম আর মননের সুস্থতা
একা-একা একা-একা একা-একা।
দরকার নেই সংঘবদ্ধতা
দরকার নেই জিহাদের হানাহানি
মানুষকে আজ মানতেই হবে
মানুষের চেয়ে পশুরা ধর্মপ্রাণী।
বাঘ কি কখনো ঝাঁপায় আরেক বাঘে
হরিণ কখনো আরেক হরিণ মারে
বনের পশুরা দেখে চমকায়
ধর্ম হুকুমে অপ্রয়োজনে
খুন ধর্ষণ মানুষ-অমানুষ করে।
হত্যাকারী
কৌশিক চক্রবর্ত্তী
মেয়েটি লুকিয়ে দেখে হত্যাকারী বেঁধেছে গোধূলি
ধার্য গোপনতা চিরে তামরস চেয়েছ কোথাও
জটিলতা ভেদ হলে আমিও শরীর বেঁধে তুলি
হোক না কদর্য নেশা, হত্যাপথে ঠিকই ফিরে যাও।
নদীর খেয়াল নেই কত নুড়ি জন্মেছে অচীরে
খর্ব হলে নাশকতা চিনব এসে ফুলেল প্রাচীর
দুইপাশে খোলা বঁটি, মধ্যপথ দৃশ্যত গভীরে
খোলা শস্ত্র দাবী করে জন্মহীনা প্রেয়সীর শির।
অন্নদাতা নয় কেউ, প্রকৃতই দেখা হন্তারক
গভীরে যাওয়ার ছলে গেছি একা নষ্ট নীলবনে
হত্যাকারী ফিরে গেছে, ফেলে গেছে উদাত্ত দুচোখ
মেয়েটি দেখবার ছলে কেবলই প্রেমের কথা শোনে।
অম্লস্বাদ চেনা খুব, মিষ্টতার সঙ্গে কিছু দেনা
খুনের পর্যাপ্ত আগে ধুয়েছ হাতের তালুরেখা
ঝলসে গেছে মোহনাও, জোয়ারের অস্বস্তি মানছেনা
হত্যার কৌশল শুধু সেই নদীখাতে চেয়ে শেখা।
এবার বিকেল এলে ঘিরে রাখবে অশনি সংকেত
দক্ষিণের নদীপাড় হত্যা হবে গোধূলি সমেত।
দালান জাহান
বিস্ফোরণ
ভাষা আটকে গেলে
স্বর্গ থেকে নেমে আসে মিনার্ভা মেঘ
এবং ঝাঁপিয়ে পড়ে রক্ত খেকো পাখিদের উপর।
ভাষা আটকে গেলে বুকের পাঁজরগুলো
তীক্ষ্ণ তীরের মতো ছুটে যায়
আবহমান সমুদ্রের দিকে।
ভাষা আটকে গেলে আটকে যায়
নিঃশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা
সুউচ্চ টাওয়ারগুলো।
ভাষা আটকে গেলে মানুষ বোবা হয়
বিস্ফোরণ হয়।
পিপাসা
হৃদয় উপচে পড়ছে জল
চোখের পাপড়ি কখন অকূলের কিনারা
নদী এবং নদীরা বুকের অতল থেকে
বড়ো করছে প্রতিটি সার্চ ভাঙা ঢেউ
অলৌকিকভাবে খোলে যাচ্ছে
সিন্ধুক সমৃদ্ধ আকাশ দুয়ার
সাবধান সাধক
এখানে শব্দগুলো নারী!
লাল!
নীল!
অতঃপর বেগুনি বাড়ি
নগ্ন হয় ভাদর-পিপাসায়
তুমি নাইলন সুতোয় সেলাই করো মুখ।