আবার আসিস
” আবার আসিস” বলে
দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি আজ;
মেঘে মেঘে আষাঢ়ের সাজ
নতুন আবাস লেখে কদমের বনে ।
আমি বলি ” ওখানেই আসিস আবার” !
ওই যে চাঁদের পাহাড়
স্বপ্ন বলে—স্বপ্ন বলে
বুনো রঙ্গিলা ঝোপে ঝাড়ে
সাজিয়েছে পৃথিবীর খেলা ;
তুই বড় অবোধ একলা ;
জোনাকির জ্বলা নেভা টানে
ভুলে গেলি সহজতম প্রাণের আখ্যানে
না-পাওয়ার আদিম আঘ্রাণ ।
বনে বনে,ক্ষেতে ক্ষেতে, সবুজেই লেখা থাকে
প্রাচীন স্নেহের অভ্যাস ।
আসলে জীবন এক পুড়ে যাওয়া রূপকথা
চাঁদের সোনার জলে ডুবে যেতে চায় ;
আমিও তোকে রোজ ডাকি ” আয়—আয় ”
জীর্ণ কাঠের ঘোড়া ক্ষয়ে গেছে ;
বাহারি বাগান আর সরীসৃপ পথ মুছে যাক;
ধেয়ে আসা বৃষ্টির আঁচলে আঁকা
রথ টেনে টেনে,
বর্ণচোরা পাখি হয়ে মহুয়ার বনে
গান হয়ে থাক ।
” আবার আসিস” বলি !
পৃথিবীরই ছিলাম তাহলে !
তাই এই যেতে দেওয়া
ছেড়ে দেওয়া চলে !….
ইচ্ছে-পরী
তোর গায়ে যে জুড়ল পালক তার উঠোনে বৃষ্টি হোক
তার বাগানের নয়নতারা জ্বরগায়ে ভুল আদর চায়
সে ভরেছে ফুলের সাজি চিনতে পারা তোমার দায়
সে ছুঁয়েছে তোমার চিবুক কুড়িয়ে আনা খড়কুটো
তোমার হাতে লিখলো আকাশ দিনান্ত-রঙ একমুঠো
একলা তোমার অনামিকা, ঝিকিয়ে ওঠা নাকছাবি
তোমায় ডেকে,’আসছি’বলে ফিরিয়ে দেওয়া তার দাবী
সে আসলে ইচ্ছে-পরী নৌকো মেঘে পাল তোলা
সে আসলে রাঙা ধুলো, উদাস বাউল পথ-ভোলা ।