মেহনাজ মুস্তারিন
দুইটি কবিতা
প্রকৃতির জেগে উঠা
মানুষ জেগে গেলে কি
প্রকৃতি জেগে যায়?
না কি প্রকৃতি জেগেই থাকে
মনুষ্যকূলের কল্যাণে! ঘুম ভাঙে
উঁকি দেয় শাখা ভোরের ব্যস্ততায়
নতুন ক্যালেন্ডারে তন্দুরির ঘ্রাণ
বেলিড্যান্স চোখ আটকে ঘনঘোরে
আলোক সজ্জায় বর্ণে !
অন্ধকার ঠেলে বেরিয়ে আসে স্বপ্ন
বাজিয়ে টুংটাং
জেগে থাকে রঙিন জল পুরনো কথা পুরনো ঘর
খুব পরিচিত কে যেন কাছে আসে
পায়ের শব্দ তাঁর রাত ভর!
শুন্যতার প্রেমময় ছন্দে হেঁটে চলে;
অস্তিত্বের পরিক্রমা পূর্ণ হবে ভেবে।
বাংলার জল, মাটি,হাওয়ায় ধোয়াশা সরে
রোদ উঠুক
হৃদয় সাজুক চেনা সুর চেনা কথা!
প্রকৃতি আর মানুষের এ-এক
অপূর্ব সন্ধি!
——————
“একটা মেটাফোর”
বহুদূরের আলোকবর্ষ পারের
কোনো অচেনা ডাক
আমাদের জাগিয়ে রাখে নিরন্তর ।
অপেক্ষা করি পথের দিকে…..
অপেক্ষা করি ছায়ার দিকে
অপেক্ষা করি খুবচেনা শব্দের টানে
কেমন যেন আহ্লদ কেমন যেন মায়া পড়ে যায়!
মনে হয় এইতো স্পষ্ট দেখছি তাঁকে
তারপর কেমন করে মায়ায় ছায়ায় মিলিয়ে যায় সব-ই !
তুমি আমি আমরা সবাই বহন করছি
আলো -আঁধারের সেই আরওগ্য ধ্বনি।
কেউ শব্দ, কেউ ধ্বনি, কেউ তুলি ও রেখায়
বাঁচা ও বাঁচানোর পথরেখা
খুঁড়ে যাচ্ছি নিরন্তর।
এটাই কি মেটাফর!
বা সহজভাবে নির্ঝরের স্বপ্নের পেছনে ছুটে চলা….
তবুও
ভালো থাকি যেন সকলে বৈভব ও সন্ন্যাসে
ভালো থাকি যেন সর্বযত্নে আনন্দ আর উল্লাসে…..
ভালো থাকি যেন নিরব অন্ধকারে
আলোর সন্ধানে!
*************************