ধারাবাহিক উপন্যাস
আমাদের বর্তমান ধারাবাহিক উপন্যাস ’পিপুফিশু’ আগামী কয়েকটি পর্ব প্রকাশের পর সমাপ্ত হয়ে যাবে। পরবর্তী ধারাবাহিক উপন্যাস হিসেবে আমরা
কথাসাহিত্যিক বিচিত্রা সেন-এর উপন্যাস ”ওরা কেউ ফেরেনি” প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। লেখক জানিয়েছেন যে, উপন্যাসটি মুদ্রিত হয়েছিলো কিন্তু প্রচার-প্রসার হয়নি। আমরা দ্বিতীয় প্রকাশ হিসেবেই তাঁর উপন্যাসটি প্রকাশ করবো। তিনি সূচনালগ্ন থেকে মনমানচিত্রের একনিষ্ঠ লেখক।
শিগগিরই আপনাদের হাতের মুঠোয় চলে আসবে ’ওরা কেউ ফেরেনি।’
***************************
Pingback: cialis 5