You are currently viewing দেবশ্রী দে’র কবিতা

দেবশ্রী দে’র কবিতা

দেবশ্রী দে’র কবিতা

 

 তবু

 

বারবার হেসে উঠেছি আমি
চাঁদটিকেও দেখেছি হেসে উঠতে

অন্ধকার আছে দুজনেরই
এবং আলোর আশা করি প্রতিদিন

একটি রাতের কমেডি শো-এ
পাগলের অভিনয় করি আমরা

 

পরকীয়া

 

আর কয়েকটা সিঁড়ি ভাঙলেই
তুমি ছাদ হয়ে উঠবে
এমন আশায়
অন্তর্বাস অব্দি খুলে রেখেছি

দেওয়ালগুলোতে শ্যাওলা জমেছে
অন্ধকার খুব,
প্রদীপ আনতে গিয়ে কোথায় যে
আলো রেখে আসো বারবার

 

জাগরণ

 

ঘুমের ভেতরেও ঘুম ভেঙে যায়

ভাঙনের শব্দজুড়ে
অসংখ্য চুপ লেগে থাকে

চোখদুটি আরও চুপিচুপি
হেঁটে যায় ‘জেগে ওঠা’ খুঁজে

 

সর্বনাশ

 

তোমার গায়ে একটা সর্বনাশ লিখে দেবো–
বলেই ছুটি নিয়েছিল যে নদী

আমি তাকে বন্যায় ভেসে যেতে দেখিনি
পাথরের খাঁজে হারিয়ে যেতেও দেখিনি

তারও বুঝি সর্বনাশ করে দিল কেউ

অথচ আমি দিন গুনছি..
‘ভালো’ নামটি ঘুচে যাওয়ার

ফুরিয়ে যাচ্ছে আয়ু

ভেবে গুটিয়ে নিচ্ছি নিজেকে
চিন্তা করছি মৃত্যু
ভেতরে ভেতরে জেগে থাকছে ব্যথা
জমাট হচ্ছে একা-র স্বর

হেঁটে যাচ্ছি ধূসর রাস্তা ধরে
আমি থেকে আমি-র ঠিকানায়

******************************

Leave a Reply