You are currently viewing তিনটি কবিতা > ঝুটন দত্ত

তিনটি কবিতা > ঝুটন দত্ত

তিনটি কবিতা 
ঝুটন দত্ত
ফেরা
পৃথিবী ঘুরছে  সূর্যের চারপাশে
জানে এ ধ্রুব  সত্য সকলে,
ব্রহ্মান্ডে এও সত্য সূর্যের কিরণ ও উত্তাপ  নেই  কোথাও সমভাবে।
আমি ঘুরেছি যুগ যুগ ধরে
পথে প্রান্তরে এই বাংলার
মাটি ও মানুষের বিশ্বাসী গল্পগাঁথায়,
সমুদ্রের কিনারায়;
দেখি নীল জলে ডুবে আছে বাঁকা চাঁদ।
দিনের আলোয় ফিরছি নিজের কাছে, সাঁতার  শিখছি  নদী পার হবার।
এক টুকরো আলো চাই
আমি অন্ধকারে পথ চলতে আলো চাই,
ততটুকু হলে চলবে—
যাতে আধাঁর ঘুচে যায়।
পোড়া চোখ গিলে খাচ্ছে ছাই,
ভিতরের উত্তাপ আগুন নিভে গেছে;
চলার পথ আকাঁবাঁকা পাহাড়ি টিলার মত হয়ে আছে।
                                                    ঝরা পাতায় বিমর্ষ সন্ধ্যা নামে
কৃত্রিম আলোয় ডুবে যায় রাত,
ভোরের সূর্য্য আমি—            মাটির দ্বীপে এক টুকরা আলো চাই।
বোবা অনুভূতি 
আমার বোবা অনুভূতিগুলো
ডুবে যেতে যেতে একদিন ভাষা খুঁজে পায়,
ভাষাহীন রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে থাকতে-
অতল জলে স্মৃতির ভেলায় ভেসে  শব্দের উঠোনে যায়।
কথার শাড়ি পড়ে   অতঃপর,  কবিতার মতন সামনে দাঁড়ায়।